5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

মোদিকে কাপুরুষ অহংকারী বললেন প্রিয়াংকা গান্ধী

মোদিকে কাপুরুষ অহংকারী বললেন প্রিয়াংকা গান্ধী - the Bengali Times
প্রিয়াংকা গান্ধী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘কাপুরুষ ও অহংকারী’ হিসেবে আখ্যা দিয়েছেন কংগ্রেসনেত্রী প্রিয়াংকা গান্ধী। মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেছেন, চাইলে আপনি আমাকেও গ্রেপ্তার করুন।

রাহুল গান্ধীর সংসদ সদস্যপদ খারিজের প্রতিবাদে গতকাল রবিবার দিল্লির রাজঘাটে সত্যাগ্রহ আন্দোলনে বসে কংগ্রেস। এতে যোগ দিয়ে এমন মন্তব্য করেন প্রিয়াংকা।

- Advertisement -

নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে রাহুলের বোন প্রিয়াংকা বলেন, ‘আপনি কাপুরুষ। এ দেশের প্রধানমন্ত্রী একজন কাপুরুষ। আমার বিরুদ্ধে মামলা করুন। আমাকে জেলে পাঠান। কিন্তু সত্য এই যে, এ দেশের প্রধানমন্ত্রী কাপুরুষ। ক্ষমতার আড়ালে তিনি লুকিয়ে রয়েছেন। তিনি অহংকারী।’

কংগ্রেসনেত্রী প্রিয়াংকা বলেন, ‘দেশের মানুষ অহংকারী রাজাকে চিনে নেয়। দেশবাসী অহংকারী রাজাকে শাস্তি দেয়। এটা এই দেশের বহু পুরনো পরম্পরা, হিন্দুধর্মের ঐতিহ্যপূর্ণ পরম্পরা।’

কংগ্রেসনেত্রী আরও বলেন, ‘আমার পরিবার এই শিক্ষা দিয়েছে যে, এ দেশ মনের কথা বলে, মন দিয়ে দশের কথা শোনে। এ দেশ সত্যকে চিনে নেয়। আমার বিশ্বাস, আজ সেই দিন এসেছে। সবকিছু বদলে যাবে।’

নরেন্দ্র মোদির উদ্দেশে প্রিয়াংকা আরও বলেন, ‘আমার ভাই শহিদের ছেলে। তাকে আপনারা মীরজাফর বলেছেন। আমার মাকে অসম্মান করেছেন। আপনার দলের একজন মুখ্যমন্ত্রী বলছেন, রাহুল তার মায়ের নাম জানেন না। প্রতিদিন আপনি আমাদের পরিবারকে অপমান-অসম্মান করে চলেছেন। অথচ কোনো মামলা হয় না! কারও সাজা হয় না!’

- Advertisement -

Related Articles

Latest Articles