9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

হোটেলে প্রেমিকের সঙ্গে, জিপিএস দিয়ে স্ত্রীকে ধরলেন স্বামী

হোটেলে প্রেমিকের সঙ্গে, জিপিএস দিয়ে স্ত্রীকে ধরলেন স্বামী - the Bengali Times

জিপিএস ট্র্যাকারের সাহায্যে স্ত্রীর পরকীয়া হাতেনাতে ধরলেন এক যুবক

জিপিএস ট্র্যাকারের সাহায্যে স্ত্রীর পরকীয়া হাতেনাতে ধরলেন এক যুবক। ভারতের বেঙ্গালুরুতে ঘটেছে এমন ঘটনা। ঘটনা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে স্থানীয় আদালতে গিয়ে ওই যুবক অনুরোধ জানান, যাতে তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার আদেশ দেয়। গাড়ির জিপিএস ট্র্যাকার ঘাঁটতে গিয়েই সব বেড়িয়ে আসে। বিষয়টি জানতে পেরে ওই যুবক তার স্ত্রীকে প্রশ্ন করলে স্ত্রীর ও তার প্রেমিক প্রাণনাশের হুমকি দেন তাকে।

তিনি বলেন, ‘২০২০ সালে আমি যখন গাড়ি কিনি তখনই গাড়িতে জিপিএস ট্র্যাকিং সিস্টেম লাগানো ছিল। এই বিষয়টি আমার স্ত্রী জানত না। জিপিএস ট্র্যাকারটা আমি আমার ফোনের সঙ্গে সংযোগ দিয়ে রেখেছিলাম। এক দিন মাঝরাতে যখন আমি অফিসের কাজে করছিলাম, তখন দেখি আমার গাড়ি অন্য কেউ চালাচ্ছে। ট্র্যাকারে দেখতে পেলাম গাড়িটি একটি হোটেলে সামনে এসে থেমেছে। ভোর ৫টার সময় গাড়িটি আমার বাড়িতে ফেরত যায়। আমি পরে ওই হোটেলে গিয়ে জানতে পারি, আমার স্ত্রী আর অন্য পুরুষের নামে হোটেলে ওই দিন রুম বুক ছিল।’

- Advertisement -

আদালত যুবকের স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দেন পুলিশকে। ওই যুবক জানান, ২০১৪ সালে তার বিয়ে হয়। কর্মসূত্রে তাকে রাতে কাজে যেতে হতো। ভালোই ছিল তারা। তাদের সংসারে ছয় বছরের কন্যাসন্তানও আছে।

সূত্র: আনন্দবাজার।

- Advertisement -

Related Articles

Latest Articles