16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

একসঙ্গে উত্তাপ ছড়ালেন সানি-উরফি

একসঙ্গে উত্তাপ ছড়ালেন সানি-উরফি - the Bengali Times
একমঞ্চে সানি লিওনি ও উরফি জাভেদ

সময়ের সবচেয়ে আলোচিত দুই তারকা সানি লিওনি ও উরফি জাভেদকে একই মঞ্চে একসঙ্গে দেখা গেল। উষ্ণ আবেদন ছড়ানোয় তারা এমনিতেই সবার সেরা। এবার কাকে ছেড়ে কাকে দেখবেন, এমন পরিস্থিতিতে পড়দে হলো পাপারাৎজিদের।

একসঙ্গে দুই তারকার উপস্থিতিতে মাথা ঘুরে গেল আলোকচিত্রীদেরও! শেষে দুজনেই এসে দাঁড়ালেন এক ফ্রেমে। উরফিকে দেখে হাসলেন সানি। কিন্তু বিপত্তি বাঁধে তারপরই। উচ্ছ্বাসে সানিকে জড়িয়ে ধরতে গেলেন উরফি, কিন্তু পারলেন না। কারণ, এদিন অদ্ভুত আরেক পোশাক পরে হাজির হয়েছিলেন উরফি।

- Advertisement -

উরফির বুকের আগে আড়াল করে রেখেছে শক্ত খাঁচা! লজ্জিত উরফি নিজেই হেসে ফেলে নিরস্ত হলেন। তার পোশাক থেকে বেশ কিছু বেগুনি রঙের অভ্র সানির গায়েও লেগে গেল। সাবধানে হাতের বেড় দিয়ে সানিকে ধরে পাশে সরে দাঁড়ালেন উরফি।

- Advertisement -

Related Articles

Latest Articles