
সৌদি আরবের সাবেক বাদশাহ আবদুল্লাহকে খুনের পরিকল্পনা করেছিলেন দেশটির বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এমনই এক বিস্ফোরক অভিযোগ এনেছেন দেশটির সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা সাদ আল-জাবরি।
নিজের বাবার সিংহাসন আরোহণের পথ পরিষ্কার করতেই যুবরাজ এ কাজের পরিকল্পনা করেন বলেও জানান তিনি। বিষযুক্ত একটি আংটি পরে করমর্দনের মাধ্যমে সাবেক সৌদি বাদশাহ আব্দুল্লাহকে খুনের পরিকল্পনা করেন বর্তমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
বাবার সিংহাসন আরোহণে সুবিধা করতেই ২০১৪ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী চাচাতো ভাই বিন নায়েফকে এসব পরিকল্পনার কথা জানিয়েছিলেন বিন সালমান।
সম্প্রতি এমন সালমানের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ করেছেন দেশটির সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা সাদ আল-জাবরি। আমেরিকান সম্প্রচারমাধ্যম সিবিএস- এর ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন আল-জাবরি।
চারবছর আগে সৌদি আরবের শাসনক্ষমতায় আসা যুবরাজ সালমান সম্পর্কে জাবরি আরো বলেন, মধ্যপ্রাচ্যে অসীম সম্পদের অধিকারী হলেও তিনি মানসিকভাবে অসুস্থ, নিজ দেশের জনগণ এমনকি সারা বিশ্বের জন্যই তিনি হুমকি।
এদিকে, ২০১৮ সালে বিন সালমানের বিরুদ্ধে তাকে হত্যাচেষ্টার অভিযোগও করেছেন জাবরি। ২০১৫ সালে ৯০ বছর বয়সে মারা যান সৌদি বাদশাহ আবদুল্লাহ।
তার সৎ ভাই অর্থাৎ মোহাম্মদ বিন সালমানের বাবা সালমান বিন আব্দুল আজিজ তার স্থলাভিষিক্ত হন। মোহাম্মদ বিন নায়েফকে তখন ক্রাউন প্রিন্স করেছিলেন বাদশাহ সালমান। পরে ২০১৭ সালে বিন নায়েফের স্থলাভিষিক্ত হন মোহাম্মদ বিন সালমান।