
শ্রীলেখা মিত্র ছবি ফেসবুক
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র এখন সিঙ্গেল মাদার। এক দশক আগে স্বামী শিলাদিত্য সান্যালের সঙ্গে বিচ্ছেদ হয় তার। এরপর বিয়ে না করলেও কয়েকজনের সঙ্গে প্রেম করেছিলেন তিনি। কিন্তু তারা তার সাবেক স্বামীর মতো বিচক্ষণ না হওয়ায় সেই প্রেম বিয়ে পর্যন্ত এগোয়নি।
শ্রীলেখা মিত্র এখনো বিয়ে করতে রাজি আছেন এবং অপেক্ষা করছেন বিচক্ষণ কোনো ব্যক্তির জন্য। তবে সেই ব্যক্তি হতে হবে অবিবাহিত। ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনকে বিয়ে প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।
বিয়ে বিচ্ছেদের পর মেয়েকে নিয়ে একাই জীবন যাপন করছেন শ্রীলেখা। ৫০ বছর বয়সী শ্রীলেখা জানিয়েছেন, বিয়ের কথা ভাবেননি বা চাননি বিষয়টা এমন নয়। কিন্তু বিয়ের জন্য সুন্দর কাউকে তিনি পাননি বলে জানান। এখানে সুন্দর বলতে তিনি চেহারার কথা বলেননি।
সুন্দর বলতে কী বুঝিয়েছেন, তার ব্যাখ্যাও দেন শ্রীলেখা। তার কাছে সুন্দর মানে বুদ্ধিমান ও বিচক্ষণ। এখনো বিচক্ষণ কাউকে পেলে তিনি বিয়ে করতে চান।