12.9 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

টাকা শেষ, বাসায় ফিরেছে সেই চার কিশোরী

টাকা শেষ, বাসায় ফিরেছে সেই চার কিশোরী - the Bengali Times
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া চার কিশোরী বাসায় ফিরেছে। বৃহস্পতিবার রাত ১১টায় তারা মিরপুর ১৩ নম্বরের নিজেদের বাসায় ফিরেছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, রাতে কিশোরীরা বাসায় ফিরেছে বলে শুনেছি। পরে তাদের আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি।

ওই চার কিশোরী জানায়, পরিবারের সঙ্গে রাগ করে তারা প্রথমে সিলেটে যায়। সেখান থেকে আবার তারা খুলনায় গিয়ে একটি হোটেলে ওঠে। এর মধ্যে তাদের হাতে টাকা শেষ হয়ে আসতে শুরু করে। তখন ওই চার বান্ধবী আবার বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় এবং বুঝতে পারে তাদের এই কাজটা ঠিক হয়নি। জানা গেছে, এই চার বান্ধবীর মধ্যে তিনজন মাদরাসার ও একজন স্কুলের শিক্ষার্থী।

- Advertisement -

তাদের বাসা মিরপুর ১৩ নম্বরে। গত ২৮ মার্চ সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে নিখোঁজ হয়ে যায় এই চার বান্ধবী। এ ঘটনায় চারজনের অভিভাবক থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন।

- Advertisement -

Related Articles

Latest Articles