6.3 C
Toronto
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

একসঙ্গে সন্তান চান ৬ স্ত্রী, যে পদ্ধতি বেছে নিলেন মডেল

একসঙ্গে সন্তান চান ৬ স্ত্রী, যে পদ্ধতি বেছে নিলেন মডেল - the Bengali Times
আর্থারের মোটে ৯ স্ত্রী ছিল

ব্রাজিলের সাও পাওলোর বাসিন্দা ৩৭ বছর বয়সী আর্থার ও উরসু। তার মোটে নয় স্ত্রী। কিন্তু গতবছর তিনি তার তিন স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন। বর্তমানে তার ঘরে লুয়ানা কাজাকি (২৭), এমেলি সুজা (২১), ভালকিরা সান্তোস (২৪), অলিন্দা মারিয়া (৫১), দামিয়ানা (২৩) এবং আমান্ডা আলবুকার্ক (২৪) নামে এ ছয় স্ত্রী।

আর্থার জানিয়েছেন, তিনি একসঙ্গে তার ছয় স্ত্রীর কোলেই বাচ্চা দিতে চান। এজন্য তিনি সারোগেসি পদ্ধতি বেছে নিয়েছেন। যেন কোনো স্ত্রীই সন্তান নিয়ে নিরাশ না হয় তাই তিনি এ পদ্ধতি বেছে নিয়েছেন বলে জানান।

- Advertisement -

এ নিয়ে আর্থার বলেছেন, আমি আমার কোনো স্ত্রীকেই নিরাশ করতে চাইনি যে, প্রথমে কে প্রেগনেন্ট হবেন। তাই আমরা সারোগেসি পদ্ধতি বেছে নিয়েছি।

আর্থার আরও বলেন, আমরা সবাই চিন্তিত তবে সন্তান নেওয়ার এ স্বপ্ন নিয়ে উত্তেজিত। ৩৭ বছর বয়সী এ মডেল বলেন, শুরুতে এটি সূক্ষ্ণ বিষয় ছিল, বিশেষ করে যেহেতু আমি তাদের প্রত্যেকের একটি বাচ্চা চাই। তবে এখন এ পরিকল্পনা পুরো গতিতে এগিয়ে যাচ্ছে।

বর্তমানে তারা গর্ভ ভাড়া নেওয়ার জন্য লোক খুঁজছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। আর্থারের আগের সম্পর্কে ১০ বছর বয়সী এক কন্যা সন্তান আছে।

- Advertisement -

Related Articles

Latest Articles