4.1 C
Toronto
সোমবার, মার্চ ১৭, ২০২৫

হজ-কোটা পূরণে নিবন্ধনের অনুরোধ মন্ত্রণালয়ের

হজ-কোটা পূরণে নিবন্ধনের অনুরোধ মন্ত্রণালয়ের

এ বছর হজের ব্যয় বেড়ে যাওয়ায় দফায় দফায় হজযাত্রীদের নিবন্ধনের সময় বাড়ানোর পরও বাংলাদেশের কোটা পূরণ হচ্ছে না। এ ছাড়া আগামী বছরও হজের খরচ বাড়ার ইঙ্গিত দিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বৈশ্বিক পরিস্থিতি ও সৌদি আরবের হারাম শরিফের কাছাকাছি বিভিন্ন হোটেল ভেঙে ফেলায় এ বছর হোটেল ভাড়া বৃদ্ধি পেয়েছে, যা আগামী বছরগুলোতে আরও বাড়বে। এবারের হজ প্যাকেজকে সর্বনিম্ন হিসেবে বিবেচনার কথা জানিয়ে হজে গমনেচ্ছুদের হজে যেতে এবারই নিবন্ধন করার অনুরোধ মন্ত্রণালয়ের।

- Advertisement -

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজের সুযোগ পাবেন। তবে গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট এক লাখ ১৮ হাজার ৩৫৫ জন হজযাত্রী নিবন্ধন করেছন। কোটা পূরণে এখনো বাকি ৮ হাজার ৮৪৩ জন। এবার সরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের নিয়ম রাখা হয়েছে। সৌদি প্রান্তের খরচ কমায় এবার হজ প্যাকেজ থেকে ১১ হাজার ৭২৫ টাকা কমিয়ে সরকারি প্যাকেজের মূল্য ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা ও বেসরকারিভাবে প্যাকেজের মূল্য ৬ লাখ ৬০ হাজার ৮৯০ টাকা করা হয়।

এদিকে বিমানভাড়া কমিয়ে হজ প্যাকেজ পুনর্নির্ধারণের অনুরোধ জানিয়ে গতকাল প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। চিঠিতে বলা হয়, যেসব হজযাত্রী ২০২৩ সালে হজ করবেন তাদের অধিকাংশই ২০১৮ ও ২০১৯ সালে প্রাক-নিবন্ধিত হয়ে তখনকার আর্থিক বাজেটে হজে যাওয়ার অপেক্ষা করছেন; কিন্তু অতিরিক্ত বিমানভাড়াসহ হজের খরচ বাড়ায় এরই মধ্যে হজযাত্রীসহ ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও অসন্তুষ্টি সৃষ্টি হয়েছে। এবার হজযাত্রীদের বিমানভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা অনেক বেশি এবং অযৌক্তিক। বিমান একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান বিধায় তাদের একক কর্তৃত্বে ভাড়া নির্ধারণ যথার্থ হয়নি। চিঠিতে বলা হয়, ২০২২ সালে করোনা মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি এবং করোনার কারণে বিমানের কিছু আসন খালি রেখে ফ্লাইট পরিচালনার কারণে ভাড়া বাড়ানো হয়েছিল, যা করোনা-পরবর্তী কমার আশায় ছিলেন হজযাত্রীরা; কিন্তু হয়েছে তার উল্টোটা।

বর্তমানে জেট ফুয়েলের দাম বাড়েনি, সৌদি আরব কোনো নতুন চার্জ আরোপ করেনি, বিমানের খালি আসন রেখেও হজযাত্রী পরিবহন করতে হবে না। অথচ হজযাত্রীদের বিমানভাড়া ৫৭ হাজার ৭৯৭ টাকা বাড়ানো হয়েছে, যা অযৌক্তিক। এ কারণে অ্যাভিয়েশন বিশেষজ্ঞদের সমন্বয়ে স্বতন্ত্র টেকনিক্যাল কমিটি গঠনের মাধ্যমে হজযাত্রীদের বিমানভাড়া কমিয়ে হজ প্যাকেজ পুনর্নির্ধারণে অনুরোধ জানানো হয়।

সূত্র : আমাদের সময়

- Advertisement -

Related Articles

Latest Articles