6 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

বিকিনি পরা ছবি দিয়ে তোপের মুখে ‘নূরজাহান’ খ্যাত ম্রুণাল ঠাকুর

বিকিনি পরা ছবি দিয়ে তোপের মুখে ‘নূরজাহান’ খ্যাত ম্রুণাল ঠাকুর - the Bengali Times
ম্রুনাল ঠাকুর

ভারতীয় অভিনেত্রী ম্রুনাল ঠাকুর ছোট পর্দার মাধ্যমে কাজ শুরু করলেও বর্তমানে বলিউড এবং দক্ষিণী চলচ্চিত্রে সমানতালে কাজ করে যাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় থাকেন অভিনেত্রী। গতবছর ম্রুনালের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘সীতা রামাম’ তোলপাড় ফেলে দিয়েছিল। সিনেমাটি বক্স অফিসেও ব্লকবাস্টার তকমা পায়। ভক্তদের মতে, সীতা রামামে ক্যারিয়ার সেরা অভিনয় করেছেন ম্রুনাল। রাজকুমারী ‘নূরজাহান’ চরিত্রে অভিনয় করা ম্রুনাল ভক্তদের পাশাপাশি জিতে নিয়েছেন সমালোচকদের মন। এখনো ‘নূরজাহান’ নামেই বেশি পরিচিত এই নায়িকা।

তবে এবার নিজের সেই মিস্টি ইমেজ ভেঙে আবেদনময়ী লুকে আসতেই দারুণ সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী। মঙ্গলবার (৪ এপ্রিল) সমুদ্র সৈকতে অবকাশের সময় বিকিনি পরে কিছু ছবি তুলেছেন ‘নূরজাহান’ খ্যাত ম্রুনাল। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ারও করেছেন তিনি। নীল বিকিনি পরে সমুদ্রে উত্তাপ ছরিয়েছেন অভিনেত্রী। আর সেই ছবি শেয়ার করে নেটিজেনদের একটি অংশের তোপের মুখেও পড়েছেন। তাদের মতে, ম্রুনালই একমাত্র নায়িকা যাকে তারা এভাবে দেখতে চায় না।

- Advertisement -

ম্রুনালের ছবিতে একজন মন্তব্য করে লিখেছেন, “আমি তোমার পায়ে পরি তুমি তোমার বিকিনি পরা ছবিগুলো মুছে ফেলো। আমি তোমাকে এমনভাবে দেখতে চাই না।” আরেকজন লিখেছেন, “তুমিই একমাত্র নায়িকা যাকে আমি বিকিনি পরা অবস্থায় দেখতে চাই না। তুমি এটা পড়েছো।” অপর একজন বিদ্রুপ করে লিখেছেন, “নূরজাহানের একি হাল!”

এদিকে ম্রুনালের সমর্থনেও মন্তব্য করেছেন ভক্তরা। এক ভক্ত মন্তব্য করে লিখেছেন, “আপনারা শুনেন, সে এখানে সীতা নয়, ম্রুণাল। তাই তাকে সীতা চরিত্রের সাথে তুলনা করবেন না বোকারদল।”

সীতা রামামের সাফল্য অভিনেত্রীকে তুমুল জনপ্রিয়তা এনে দিয়েছে। এ বছর অভিনেত্রীকে দেখা গেছে অক্ষয় কুমারের সাথে ‘সেলফি’ চলচ্চিত্রে। সামনে তাকে আদিত্য রয় কাপুরের সঙ্গে ‘গুমরাহ’ চলচ্চিত্রে দেখা যাবে। ৭ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। এছাড়াও অভিনেত্রীর হাতে রয়েছে বলিউড ও দক্ষিণের বেশ কয়েকটি বিগ বাজেটের চলচ্চিত্র।

- Advertisement -

Related Articles

Latest Articles