5.6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

মাকে পিঠে নিয়ে ওমরাহ পালন, প্রশংসায় ভাসছেন ছেলে

মাকে পিঠে নিয়ে ওমরাহ পালন, প্রশংসায় ভাসছেন ছেলে

মাকে পিঠে নিয়ে পবিত্র কাবাঘর প্রদক্ষিণ করছেন ছেলে

মাকে কাঁধে নিয়ে ছেলের ওমরাহ হজ পালন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এর মাধ্যমে মায়ের প্রতি ছেলের ভক্তি, ভালোবাসা ফুটে উঠেছে।

মাকে পিঠে বহনকারী ওই ছেলের নাম কী, তিনি কোন দেশের বাসিন্দা, তার কিছুই জানা যায়নি। দুবাইভিত্তিক গণমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।ss

- Advertisement -

মাকে নিয়ে ছেলে এসেছেন ওমরাহ করতে। তবে বৃদ্ধা মা হাঁটতে পারেন না। আর তাই মাকে পিঠে নিয়ে ওমরাহ সম্পন্ন করতে পবিত্র কাবাঘর প্রদক্ষিণ (তাওয়াফ) করছেন ছেলে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ছেলেকে বাহবা দিয়েছেন নেটিজেনরা। অনেকে বলেছেন, বাবা-মায়ের প্রতি ভালোবাসা প্রদর্শনের অন্যন্য নিদর্শন এটি।

ভিডিওতে দেখা যায়, ছেলের পিঠে চড়ে ওমরাহ করা বৃদ্ধার চোখে-মুখে আনন্দ এবং বিজয়ের হাসি। মা-ছেলের একসঙ্গে তাওয়াফ করার বিষয়টি লক্ষ্য করার পর অনেকেই তা ভিডিও করতে শুরু করেন। তাদের দেখে ওই ছেলে হাত নাড়েন। অপরদিকে তার মাও হাসিমুখে এদিক-ওদিকে তাকাতে থাকেন।

এদিকে ওমরাহ হজ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি। হজের মৌসুম বাদে বছরের যে কোনো সময় ওমরাহ পালন করা যায়। তবে অন্য সাধারণ সময়ের চেয়ে পবিত্র রমজান মাসে বেশি মানুষ ওমরাহ পালনে মক্কা নগরীতে যান।

- Advertisement -

Related Articles

Latest Articles