9 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

বেহেশত যাবার শর্টকাট পথ যায় পাওয়া রমজানে?

বেহেশত যাবার শর্টকাট পথ যায় পাওয়া রমজানে?
ফাইল ছবি

চুরির টাকায় কাঁচা-বাজার, লুটের টাকায় জামা–
ঘুষের টাকায় টুপি কিনে রোজা করছেন মামা!
রোজার মাসে খাওয়া-দাওয়ায় মামা ভীষণ চালু!
সেহ্‌রি খেলেন মুরগি ঝোলে সঙ্গে নতুন আলু।

পিঁয়াজু আর ছোলা-মুড়ি খান মামা ইফতারে
মরার পরে বেহেশত মামার কে ঠেকাতে পারে?
লাল তরমুজ সবুজ লেবুর সুমিষ্ট শরবতে
গরমকালের বরফশীতল ম্যাজিক! কেল্লাফতে।

- Advertisement -

কাঁচাছোলায় কাঁচামরিচ আদাকুঁচির সনে
কী অপরূপ মিথস্ক্রিয়া ঘটায় সঙ্গোপনে!
রোস্ট ফুলুরি শামি কাবাব ঘুগ্নি আলুর চপে
মন লাগিয়ে রোজ প্রতিদিন তসবি মামায় জপে।

ঝাল বেগুনি লাল জিলিপি খোর্মা-খেজুর শশা
দিবানিশি থাকেন মামা বন্দেগিতে বসা।
লম্বা-চওড়া তারাবিতে দাঁড়িয়ে থাকা সোজা?
চলছে মামার এমনতরো অলীক বেহেশত্‌ খোঁজা।

বেহেশত যাবার শর্ট-কাট পথ যায় পাওয়া রমজানে–
মামার সকল ধ্যান-সাধনা বেহেশতেরই পানে।
বেহেশত্‌ তো নয় মামার বাড়ি কে বোঝাবে তাঁরে?
লুট চুরি আর ঘুষের রোজা কবুল হবে না রে…
রচনাকাল অটোয়া ২৯ এপ্রিল ২০২০

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles