13.7 C
Toronto
শনিবার, মার্চ ১৫, ২০২৫

পরিবেশমন্ত্রীর সমালোচনায় ডগ ফোর্ড

পরিবেশমন্ত্রীর সমালোচনায় ডগ ফোর্ড
ফেডারেল পরিবেশমন্ত্রী স্টিভেন গাইলবোল্টের সমালোচনা করে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড তাকে জটিল মানুষ বলে উল্লেখ করেছেন

ফেডারেল পরিবেশমন্ত্রী স্টিভেন গাইলবোল্টের সমালোচনা করে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড তাকে জটিল মানুষ বলে উল্লেখ করেছেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অন্টারিওর কোনো পরিকল্পনা নেই বলে গাইলবোল্ট জনসমক্ষে মন্তব্য করার পরিপ্রেক্ষিতে এই বক্তব্য দিলেন ফোর্ড।

হ্যামিল্টনে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন ডগ ফোর্ড। পরিবেশমন্ত্রীর সাম্প্রতিক সমালোচনার ব্যাপারে সেখানে ডগ ফোর্ডের মন্তব্য চাওয়া হয়েছিল। জবাবে ফোর্ড বলেন, ওই ভদ্রলোককে বোঝা সত্যিই কঠিন, তাই নয় কি? জলবায়ু ইস্যুতে আমরা সম্ভাব্য সবকিছুই করছি। ইতিহাসে অন্য যেকোনো সরকারের চেয়ে অথবা সারাদেশে আমরাই যে জলবায়ু ইস্যুতে সবচেয়ে বেশি কাজ করেছি সেই রেকর্ড আমি তুলে ধরতে পারি।

- Advertisement -

ফেডারেল কার্বন ট্যাক্সের বিষয়ে ফোর্ডের সমালোচনার বিষয়ে গাইলবোল্ট বুধবার অটোয়াতে সাংবাদিকদের বলেন, এমন একজন প্রিমিয়ারের কাছ থেকে এই সমালোচনা আসছে, যার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কোনো ধরনের পরিকল্পনা নেই।

যদিও ডগ ফোর্ড বৃহস্পতিবার তার সরকারের রেকর্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন এবং সর্বশেষ বাজেটে প্রদেশের রিং অফ ফায়ার খনিজ উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ না করার জন্য অটোয়ার সমালোচনা করেন। তিনি বলেন, গাইলবোল্টের থেকে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ও ডমিনিক লাব্লাঁর মতো অন্য ফেডারেল নেতাদের আলাদা করা যায়। কারণ, তাদের সঙ্গে কাজ করে আনন্দ পাওয়া যায়। ইলেক্ট্রিক ভেহিকল ও ব্যাটারির জন্য গুরুত্বপূর্ণ খনিজ উত্তোলনের জন্য আমরা ১০০ বিলিয়ন ডলার দিচ্ছি, যাতে করে আমরা সড়কের যতœ নিশ্চিত করতে পারি।

এর প্রতিক্রিয়ায় গাইলবোল্ট বৃহস্পতিবার সকালে এক টুইটে বলেন, আমাকে সবচেয়ে খারাপ বলা হয়েছে। আমার কাজ হচ্ছে পরিচ্ছন্ন বাতাস, পরিচ্ছন্ন পানি এবং স্বাস্থ্যকর পরিবেশ দেওয়া এবং এগুলো খুবই বাস্তব।

গাইলবোল্টের সঙ্গে ফোর্ডের বিবাদে জড়ানোর ঘটনা এটাই প্রথম নয়। গত জানুয়ারিতেও প্রিমিয়ার সাংবাদিকদের বলেছিলেন, গিনবেল্ট থেকে যে জমি কুইন’স পার্ক অপসারণ করেছে অটোয়ার উচিত সেখানে উন্নয়নকাজ বন্ধ করে দেওয়া বলে যে পরিবেশমন্ত্রী যে মন্তব্য করেছেন তা হতাশাজনক।

রোগ ন্যাশনাল পার্কের কাছে যখন অন্টারিওর আবাস পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে তখন কুইন’স পার্কের সঙ্গে কাজ করার ক্ষেত্রে গত সপ্তাহে হতাশা প্রকাশ করেন গাইলবোল্ট। সে সময় তিনি বলেন, সহযোগিতা করা অসম্ভব। এ থেকে কোনো আশা করার মানে নেই। আমার মনে হয় অন্টারিও সরকারের অবস্থান পরিষ্কার। তাদের জনগণের সঙ্গে আলোচনা করার, স্বচ্ছতার এবং এই উন্নয়নের ফলে পরিবেশ ও অন্টারিওবাসীর স্বাস্থ্যের ওপর কী প্রভাব পড়বে তা বিবেচনার কোনো ইচ্ছা তাদের নেই।

- Advertisement -

Related Articles

Latest Articles