5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ট্রলের শিকার শাহরুখকন্যা সুহানা

ট্রলের শিকার শাহরুখকন্যা সুহানা - the Bengali Times
শাহরুখ খানের মেয়ে সুহানা খান

বলিউডে অভিষেক হওয়ার আগেই আন্তর্জাতিক প্রসাধনী সংস্থা মেবেলাইন নিউইয়র্কের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের মেয়ে সুহানা খান।

সোমবার মুম্বাইয়ে অনুষ্ঠিত মেবলিনের অনুষ্ঠানে লাল রঙের একটি স্যুট পরেছিলেন সুহানা। লাল টকটকে বেল বটম প্যান্টের সঙ্গে লাল রঙের ক্রপটপ পরেছেন তিনি। এরই মধ্যে সুহানার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শাহরুখ খানও নিজের টুইটারে মেয়ের ভিডিও শেয়ার করেছেন। যা মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

- Advertisement -

এদিকে ভিডিওটি ছাড়িয়ে পড়ার পর কেউ কেউ সুহানাকে নিয়ে ট্রল করেন । অনেকেই আবার নেপোটিজমের অভিযোগ তুলেন।

নেটিজেনদের একজন বলেন, সত্যিই রুপার চামচ নিয়ে জন্মেছে। সেখানে আরও ভালো মডেল ও ভালো চেহারার মেয়েরা রয়েছে। কিন্তু সবসময় সুপারস্টারের ছেলে-মেয়েদের সুযোগ দেওয়া হবে।

আরেকজন বলেন, সুহানার এখনও কোনো সিনেমা বা গান মুক্তি পায়নি। এখন হঠাৎ করেই তিনি বিউটি প্রোডাক্টের মুখ হয়ে উঠেছেন।

আরও একজন নেটিজন বলেন, নেপোটিজম সর্বোচ্চ পর্যায়ে, আমার সুহানাকে বয়কট করবো।দিকে মেবেলাইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি শেয়ার করে সুহানা বলেন, এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া আমার জন্য সম্মানের। খুব মজা করে ভিডিও শুট করেছি। ভালো কিছু মুহূর্ত কাটিয়েছি। আশা করি সেই ভিডিও আপনাদেরও ভালো লাগবে। আমায় আনন্দ ধরে রাখতে পারছি না।

সুহানা ছাড়াও এ ব্র্যান্ডের নতুন মুখগুলোর মধ্যে রয়েছেন গায়িকা অনন্যা বিড়লা, সুপার মডেল একশা কেরুং ও ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু।

- Advertisement -

Related Articles

Latest Articles