5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

সম্পর্কে তৃতীয় ব্যক্তির অস্তিত্ব, কীভাবে বুঝবেন?

সম্পর্কে তৃতীয় ব্যক্তির অস্তিত্ব, কীভাবে বুঝবেন? - the Bengali Times
ছবি সংগৃহীত

দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর বিশ্বাসের ভিতের ওপরই টিকে থাকে সংসার। কিন্তু সংসারে এ দুইয়ের মাঝে তৃতীয় ব্যক্তির অস্তিত্ব থাকলেই জীবনে নেমে আসে চরম বিপর্যয়। এ বিপর্যয়ের ধকল যদি কিছুটা কমিয়ে আনতে চান তবে সঠিক সময়ে সংসারে তৃতীয় ব্যক্তির উপস্থিতিটা আপনাকে বুঝতেই হবে।

স্বামী কিংবা স্ত্রীর জীবনে তৃতীয় কোনো ব্যক্তির অস্তিত্ব থাকলে স্বভাবে বেশ পরিবর্তন আসতে শুরু করবে। এ পরিবর্তন এতটাই যে চোখে পড়ার মতো। চলুন একে একে সে পরিবর্তনগুলো জেনে নিই-

- Advertisement -

১। সামান্য বিষয়েই বেশি রিয়েক্ট করাকে গুরুত্ব দিন। জীবনে তৃতীয় ব্যক্তি থাকলেই এমন সমস্যা তৈরি হয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।

২। অল্পতেই বিরক্তবোধ হওয়াকে অন্যতম লক্ষণ হিসেবে ধরা হয় যদি জীবনে জীবন সঙ্গী ছাড়াও অন্য কেউ আপনার জীবনে থাকে।

৩। কথা বলার সময় প্রায়ই অন্যমনস্ক থাকলে আপনার কথা ভাল করে শুনতে চাইছেন না আপনার সঙ্গী। যা সংসারে তৃতীয় ব্যক্তির অস্তিত্বকেই জানান দেয়।

৪। নিজের ফোন ধরতে না দেয়া, ফোনে পাসওয়ার্ড ঘন ঘন পরিবর্তন করা, ফোন কল এলে সামনে রিসিভ না করার মতো অভ্যাস চোখে পড়লে এখনই সতর্ক হন।

৫। প্রায়ই সংসারে ঝগড়ার সূত্রপাত হলে কিংবা পরিবারে সময় না দিতে পারার অজুহাত হিসেবে অফিসের কাজকে সামনে টেনে আনলে সে বিষয় মাথায় না রাখাটাই হবে বোকামি।

৬। হঠাৎ করেই নিজের ব্যক্তিত্বে পরিবর্তন আসা শুরু করলে কিংবা নিজের লুক নিয়ে বেশি চিন্তা ভাবনা করতে দেখা গেলে তা তৃতীয় ব্যক্তির অস্তিত্বকেই ইঙ্গিত দেয়।

সূত্র: নিউজ ১৮ বাংলা

- Advertisement -

Related Articles

Latest Articles