11.6 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

যে কারণে সালমানের ফোন নম্বর ব্লক করে দিয়েছিলেন শেহনাজ

যে কারণে সালমানের ফোন নম্বর ব্লক করে দিয়েছিলেন শেহনাজ

সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে শেহনাজ গিলের। বিগ বস ১৩ প্রতিযোগী হয়ে হিন্দি টেলিভিশনে পা রাখেন তিনি। শোয়ের শুরু থেকেই বলিউড ভাইজানের পছন্দের নায়িকা হয়ে ওঠেন শেহনাজ।

- Advertisement -

তবে বলিউডে যার জন্য অভিনয়ের সুযোগ পেয়েছিলেন সেই সালমান খানের ফোন নম্বরই ব্লক দিয়েছিলেন পাঞ্জাবের এই অভিনেত্রী।

জানা গেছে, কাপিল শর্মা শোতে সিনেমার প্রচারণায় হাজির হয়েছিলেন ‘কিসি কা ভাই কিসি কি জান’- এর পুরো টিম। সেখানেই সালমানের ফোন নম্বর ব্লকের ঘটনাটি প্রকাশ করেন শেহনাজ।

অভিনেত্রী বলেন, সালমান খান যখন আমাকে ফোন করেন, ঠিক ওই সময় অমৃতসরে গিয়েছিলাম আমি। গুরুদ্বারে থাকাকালীন এক অচেনা নম্বর থেকে কল আসে আমার ফোনে। এতে আমি ভীষণ বিরক্ত হই। কোনো কথা শোনার আগেই নম্বরটাই ব্লক করে দেই আমি।

পাঞ্জাবের এই অভিনেত্রী আরও বলেন, এই স্বভাবটা আমার রয়েছে। অচেনা নম্বর থেকে কোনো কল এলেই, সেটা ব্লক করে দিই। পরে একটা নম্বর থেকে এসএমএস আসে, সালমান খান আমাকে ফোন করছিলেন। সঙ্গে সঙ্গে ট্রু কলারে নম্বর দিতেই দেখি সত্যিই সালমান খানের নম্বর। পরে আমি নিজেই ফোন করি তাকে।

খবর : আনন্দবাজার

- Advertisement -

Related Articles

Latest Articles