9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

এবার প্রযোজকের বিরুদ্ধে শার্লিনের শ্লীলতাহানির মামলা

এবার প্রযোজকের বিরুদ্ধে শার্লিনের শ্লীলতাহানির মামলা - the Bengali Times

বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া

শ্লীলতাহানির অভিযোগে এবার প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছেন বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া। আজ শুক্রবার মুম্বাইয়ের জুহু থানায় তিনি মামলা করেন। এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

টাইমস নাউ ডটকম জানিয়েছে, অর্থের বিনিময়ে ভিডিও চাওয়া হয় এ অভিনেত্রীর কাছে। এতে রাজি না হওয়ায় তাকে শ্লীলতাহানি করেন মুম্বাইয়ের এক প্রযোজক (প্রযোজকের নাম জানা যায়নি)। এখানেই শেষ নয়, তাকে হত্যার হুমকিও দিয়েছেন ওই প্রযোজক।

- Advertisement -

গত বছর যৌন হেনস্তার অভিযোগে পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে মামলা দায়ের করেন শার্লিন চোপড়া। কিন্তু রাখি সাওয়ান্ত সাজিদের পক্ষে দাঁড়ান এবং শার্লিনকে নিয়ে মিমিক্রি করেন। তারপরই রাখি-শার্লিনের মাঝে তৈরি হয় দ্বন্দ্ব, যা আদালত পর্যন্ত গড়ায়। যদিও রাখির সঙ্গে এ জটিলতার অবসান ঘটেছে।

২০০২ সালে তেলুগু ভাষার সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন শার্লিন। পরের বছরই তামিল সিনেমায় কাজ করেন। ২০০৫ সালে ‘টাইম পাস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। পরবর্তীতে ‘দোস্তি’, ‘জওয়ানি দিওয়ানি’, ‘গেম’, ‘দিল বলে হারিপ্পা’, ‘কামসূত্র থ্রিডি’, ‘ওয়াজাহ তুম হো’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন শার্লিন।

- Advertisement -

Related Articles

Latest Articles