4.2 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

স্ত্রীকে যেভাবে ‘বোকা’ বানালেন হাকিমি

স্ত্রীকে যেভাবে ‘বোকা’ বানালেন হাকিমি - the Bengali Times
সদ্যসাবেক স্ত্রী হিবা আবুকের সাথে আশরাফ হাকিমি ছবি সংগৃহীত

মাঠের ফুটবলে বরাবরই মুন্সিয়ানা দেখিয়ে এসেছেন। প্রতিপক্ষ খেলোয়াড়দের বোকা বানিয়ে দুর্দান্ত সব সাফল্যও এনে দিয়েছেন। ফুটবলের সেই ট্যাকটিসই হয়তো বাস্তব জীবনে দেখালেন আশরাফ হাকিমি। তাতে রীতিমতো ‘বোকা’ই বনেছেন তার সদ্য সাবেক স্ত্রী হিবা আবুক।

সৌদি আরবের টেলিভিশন চ্যানেল আল আরাবিয়ার প্রতিবেদন মতে, হাকিমিকে ডিভোর্স দেয়ার পর তার সম্পত্তির অর্ধেকটা দাবি করেছিলেন তার স্ত্রী হিবা আবুক। তবে মামলা কিছুদূর গড়াতেই জানা যায়, হাকিমির নামে তেমন কোনো সম্পদই নেই!

- Advertisement -

যৌন নিপীড়নের অভিযোগে মাসখানেক আগে এক মামলার মুখোমুখি হন হাকিমি। ভুক্তিভোগী আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ না জানালেও তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা দায়ের করে রাষ্ট্রপক্ষ। এখনও চলছে সেই মামলার তদন্ত।

হাকিমিকে নিয়ে এখনও মামলার কোনো রায় আসেনি। তবে বিচারের আগেই স্বামীকে ডিভোর্স দিয়ে ভুক্তভোগীর পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেন আবুক। ডিভোর্সের মামলায় নিয়মানুযায়ী হাকিমির সম্পত্তির অর্ধেকটা দাবী করেন তিনি। আর এই বিষয়টির সমাধান করতে গিয়েই কোর্টের সামনে উঠে আসে অদ্ভুত এক বিষয়।

গণমাধ্যমের প্রতিবেদন মতে, সবকিছু খোঁজখবর নেয়ার পর কোর্ট জানতে পেরেছে হাকিমির তেমন কোনো সম্পদ নেই। আরও জানা গেছে, ফুটবল কিংবা বিজ্ঞাপন থেকে হাকিমির যতো আয়, তার প্রায় পুরোটাই তার মায়ের নামে করে রেখেছেন তিনি।

পিএসজিতে মাসে এক মিলিয়ন ইউরো উপার্জন করেন হাকিমি। এই উপার্জনের ৮০ শতাংশই ডিপোজিট করা আছে তার মায়ের নামে। চমকে যাওয়ার মতো তথ্য হলেও এটাই সত্যি যে, আইনগতভাবে মরক্কান তারকার কোনো সম্পত্তি, গাড়ি-বাড়ি কিংবা অলংকার বলতে কিছুই নেই। এমনকি প্যারিসের অন্যতম ধনী এই ফুটবলারকে যেকোনো পছন্দের জিনিস কিনতে হলেও মায়ের থেকে অনুমতি নিতে হয়। ইচ্ছে করেই নিজের নামে কোনো সম্পত্তি রাখেননি তিনি।

হাকিমি এবং আবুকের প্রেম শুরু হয় ২০১৮ সালে। ২০২৩ সালে এসে ভাঙে সেই সম্পর্ক। হাবুক স্পেনের একজন জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল।

মাসখানেক আগে স্পেনের এক নারী যৌন নিপীড়নের অভিযোগ করেন হাকিমির নামে। অভিযোগ মতে, পরিবারের অনুপস্থিতিতে সেই নারীকে বাড়িতে ডেকে শ্লীলতাহানি করেন মরক্কান ডিফেন্ডার। এই অভিযোগের তদন্ত এখনও চলমান।

- Advertisement -

Related Articles

Latest Articles