9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

যার উষ্ণতার কাছে হার মানেন বলিউড অভিনেত্রীরাও!

যার উষ্ণতার কাছে হার মানেন বলিউড অভিনেত্রীরাও! - the Bengali Times
সোফিয়া আনসারি

বর্তমান সময়ের অন্যতম আবেদনময়ী মডেল সোফিয়া আনসারি। নিয়মিত সক্রিয় থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। উষ্ণতার পারদ ছড়িয়ে যাচ্ছেন নিজের রূপ-সৌন্দর্যে।

উরফি জাভেদের মতো পোশাক নিয়ে আলোচনায় না থাকলেও সেক্স সিম্বল হিসেবে বলিউডের নামিদামি অভিনেত্রীকেও হার মানান সোফিয়া। পিঠ ছাপানো খোলা চুলে উষ্ণতার পারদ চড়চড় করে বাড়াতে তার জুড়ি মেলা ভার! ছোট পোশাক পরে তার নাচের ভিডিও ঝড় তোলে নেটিজেনদের মনে। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা টেক্কা দিতে পারে বাঘা বাঘা তারকাদের। ৯০ লাখেরও বেশি অনুসারী এই তারকার।

- Advertisement -

এই মডেলের মোহময়ী রূপে ঘায়েল হয়ে যান পুরুষ অনুরাগীরা। ঘরোয়া রাতপোশাকে ভিডিও করে কিংবা ছবি তুলে পোস্ট করতেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে চারদিকে। অর্ধ অনাবৃত শরীরের জাদুতে বুঁদ রেখে দেন ভক্তদের। নিন্দুকরা যদিও বলেন, ওই শরীরই হলো সোফিয়ার ইউএসপি।

- Advertisement -

Related Articles

Latest Articles