
বর্তমান সরকারকে দানবীয় আখ্যা দিয়ে আন্দোলনের মাধ্যমে সরকার পতন ও গণতন্ত্রকে পুনরুদ্ধারে নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৭ অক্টোবর) বিকেলে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সমাবেশে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি এই আহ্বান জানান।
এসময় মির্জা ফখরুল, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে একটি নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান।
বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, দলের নেতাকর্মী আগের চেয়ে বেড়েছে। তাহলে বারবার আন্দোলনের কথা বলা হলেও কেন সফল হচ্ছে না তা খুঁজে বের করতে হবে। নিশ্চয়ই আমাদের ভেতরই গলদ রয়েছে।
দলীয় নেতাকর্মীদের দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বারবার প্রতিজ্ঞা আর প্রতিশ্রুতি না দিয়ে কিছু একটা করে দেখাতে হবে যে বিএনপি-ও চাইলে কিছু করতে পারে।
সমাবেশে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আওয়ামী লীগ সব সময়ই নিরপেক্ষ নির্বাচনের মুখোমুখী হতে ভয় পায়।