17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

করোনায় ‌‘মৃত’ কমলেশ জীবিত বাড়ি ফিরলেন দুই বছর পর!

করোনায় ‌‘মৃত’ কমলেশ জীবিত বাড়ি ফিরলেন দুই বছর পর! - the Bengali Times
কমলেশ পতিদার

করোনায় একটি হাসপাতালে মারা গিয়েছিলেন। পরিবারের সদস্যরা করেছেন ধর্মীয় রীতি অনুযায়ী শেষকৃত্যের আয়োজনও। তবে দুই বছর পর সেই ‌‌‘মৃত’ ব্যক্তিই ফিরেছেন বাড়ি। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ধর জেলায়।

কমলেশ পতিদার নামের ওই ব্যক্তির বয়স ৩৫ বছর। গত শনিবার হঠাৎ করেই তিনি বাড়ি ফিরেছেন। সকাল ছয়টায় তিনি যখন দুয়ারে কড়া নাড়লেন, তখন অনেকেরই চোখ বিস্ময়ে ছানাবড়া।
মৃত ঘোষণার পর কমলেশের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরও করেছিল চিকিৎসকরা।

- Advertisement -

কমলেশের খালাতো ভাই মুকেশ পতিদার জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় অসুস্থ হয়ে পড়েছিলেন কমলেশ। হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। পরিবারের সদস্যরা শেষকৃত্য সম্পন্নও করেছেন।

মুকেশ আরও জানিয়েছেন, সেই কমলেশ এবার বাড়ি ফিরেছেন। তবে এত দিন তিনি কোথায় ছিলেন সে বিষয়ে কিছুই বলছেন না।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে কানওয়ান থানার ইনচার্জ রাম সিং রাঠোর জানিয়েছেন, কমলেশ পতিদার ২০২১ সালে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাকে ভাদোদরার (গুজরাট) একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

- Advertisement -

Related Articles

Latest Articles