9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

খুনের পর স্বামীর হাত-পা বেঁধে থানায় গেলেন স্ত্রী!

খুনের পর স্বামীর হাত-পা বেঁধে থানায় গেলেন স্ত্রী! - the Bengali Times

প্রতীকী ছবি

স্বামীকে খুনের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে এক গৃহবধূকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার রাতে পশ্চিমবঙ্গের বাঁকুড়া সদর থানার শ্যামদাসপুরে এ ঘটনা ঘটে। খবর আনন্দবাজার।

পুলিশ জানিয়েছে, নিহত সিন্টু আদক (৫০) শ্যামদাসপুরের বাসিন্দা। তার স্ত্রী রীতা আদককে শনিবার আদালতে পাঠানো হলে তার দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

- Advertisement -

রীতার মায়ের দাবি, শুক্রবার দুপুর থেকেই মদ্যপ অবস্থায় দফায় দফায় বাড়িতে এসে ভাঙচুর চালায় সিন্টু। সামাল দিতে রীতাকে ভাড়াবাড়ি থেকে ডেকে পাঠানো হয়। সে এলে তাকেও সিন্টু মারধর করে। নিজেকে বাঁচাতে একটি কাঠ দিয়ে রীতা তার স্বামীকে পেটায়। দড়ি দিয়ে স্বামীর হাত-পা বেঁধে রাখেন।

তিনি জানান, রাতে ওই অবস্থায় বাড়িতে স্বামীকে ফেলে রেখে বাঁকুড়া সদর থানায় যান রীতা। সেখানে গিয়ে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের নালিশ জানিয়ে বাড়িতে পুলিশ ডেকে আনেন। পুলিশ বাড়িতে এসে দেখে সিন্টুর লাশ পড়ে রয়েছে বাড়ির উঠোনে।

রীতার দাবি, মদ্যপ স্বামীর প্রতিদিনের অত্যাচার থেকে নিজেকে ও মেয়েদের বাঁচাতে ভাড়াবাড়িতে গিয়ে উঠেছিলাম। লোকের বাড়িতে কাজ করে, বিড়ি বেঁধে তিন মেয়ের বিয়ে দিয়েছি। তারপরও অত্যাচার থামেনি। আমাকে সব সময় নির্যাতন করত। আমার বাবার বাড়িতে হামলা করত। এ বার মাথা ঠিক না রাখতে পেরে পাল্টা মার দিয়েছিলাম।

জেলার এক পুলিশ কর্মকর্তা বলেন, রীতার মেয়ের অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

- Advertisement -

Related Articles

Latest Articles