14.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

দেড় কোটি টাকার অস্ত্রোপচার করিয়ে পাঁচ ইঞ্চি বাড়ালেন যুবক

দেড় কোটি টাকার অস্ত্রোপচার করিয়ে পাঁচ ইঞ্চি বাড়ালেন যুবক - the Bengali Times

লম্বা হওয়াই যেন তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য ছিল! কারণ বেঁটে হওয়ার কারণে মেয়েরা তাকে পাত্তা দিচ্ছিলো না! আর তাই লম্বা হতে জিম থেকে অধ্যাত্মিক গুরু; সবার শরণাপন্ন হয়েছিলেন ৪১ বছরের যুবক।

- Advertisement -

গুরুর দেওয়া জড়িবুটি খেয়েও ‘বামন’ই রয়ে গিয়েছিলেন ওই যুবক। অবশেষে বহু টাকা ব্যয় করে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন তিনি। তাতে ফলও মেলে। ভারতীয় মুদ্রায় প্রায় দেড় কোটি টাকা খরচ করে দু’দফায় অস্ত্রোপচার করিয়ে পাঁচ ইঞ্চি উচ্চতা বৃদ্ধি করলেন ওই যুবক।

আমেরিকার মিনেসোটা প্রদেশে ঘটনাটি ঘটেছে। নিজের উচ্চতা বৃদ্ধি করা ওই যুবক মসেস গিবসন নিজমুখেই জানিয়েছেন তার লম্বা হওয়ার পুরো ঘটনা।

তার কথায়, ‘পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতা থাকার কারণে কাউকে প্রেমপ্রস্তাব দিতে হীনমন্যতা বোধ করতাম। প্রত্যাখ্যানের ভয় পেতাম।’ লম্বা হতে প্রথমে যে অধ্যাত্মিক গুরুর কাছে গিবসন গিয়েছিলেন, সেই গুরু কিছু জড়িবুটি দিয়ে গিবসনকে জানান, মন থেকে প্রার্থনা করলে তিনি লম্বা হবেন। কিন্তু বাস্তবে তা হয়নি। শেষে এক বন্ধুর পরামর্শে চিকিৎসকের পরামর্শ নেন তিনি।

২০১৬ সালে ওই চিকিৎসক অস্ত্রোপচার করে তার দুই পায়ের হাড় ফিমারের উচ্চতা ৩ ইঞ্চি বাড়িয়ে দেন। তার জন্য গিবসনকে প্রায় ৭৫ হাজার আমেরিকান ডলার খরচ করতে হয়েছিল। তবে এখানেই শেষ নয়, ব্যায়াম এবং যোগাসনের মাধ্যমে সুস্থ হয়ে উঠেই আবার নিজের উচ্চতা বৃদ্ধির সিদ্ধান্ত নেন গিবসন।

গত মার্চ মাসে ৯৮ হাজার আমেরিকান ডলার ব্যয় করে ওই চিকিৎসকের কাছেই আর একটি অস্ত্রোপচার করান তিনি। দ্বিতীয় অস্ত্রোপচারের পর তার উচ্চতা বৃদ্ধি হয় ২ ইঞ্চি। ৫ ফুট ৫ ইঞ্চির গিবসনের উচ্চতা এখন ৫ ফুট ১০ ইঞ্চি। তবে এর পরেও আক্ষেপ ঘোচেনি তার। জানিয়েছেন ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতা হলে আরো ভালো হতো!

- Advertisement -

Related Articles

Latest Articles