
রাজস্থান রয়্যালসের ইংলিশ ক্রিকেটার জস বাটলারকে মাঠেই প্রেম প্রস্তাব দিয়ে বসলেন এক তরুণী। বাটলার সেই সময় হাসতে শুরু করেন, পরে তরুণীটির সঙ্গে অনেক ক্ষণ গল্পও করেন।
ঘটনা রবিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচের ঠিক আগের দিন। ম্যাচটা হয়েছিল আহমেদাবাদে। অনুশীলনের পর বাটলারের সামনে এসে ওই ভক্ত জানান, তিনি বাটলারকে ভালোবাসেন এবং তার অন্যতম বড় সমর্থক।
বাটলার তাকে জিজ্ঞাসা করেন নিয়মিত আইপিএল দেখেন কিনা। সেই তরুণী মাথা নেড়ে হ্যাঁ বলেন। এটাও জানান, তিনি স্থানীয় মেয়ে হয়েও রাজস্থানকে সমর্থন করেন।
তখন বাটলার হাসতে হাসতে বলেন, ‘তা হলে তুমিই বোধ হয় কাল একমাত্র সমর্থক যে গোলাপি জার্সি পরে আসবে।’ পরে ওই তরুণী সমর্থকের আবদারে অটোগ্রাফ দেন বাটলার, ছবিও তোলেন।
চলতি আইপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচে ২০৪ রান করেছেন বাটলার। গত আসরে সব মিলিয়ে করেছিলেন ৮৬৩ রান। এবার তার দল রাজস্থানও দুর্দান্ত ছন্দে আছে। পাঁচ ম্যাচের চারটিতেই জিতে রয়েছে টেবিলের শীর্ষে। ।