
ভারতীয় টেলিভিশন রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর মাধ্যমে পরিচিতি পান উরফি জাভেদ। সামাজিক মাধ্যমে তার ‘অদ্ভূত ফ্যাশন’-এর ছবি-ভিডিওর কারণে নিয়মিত সমালোচিত হন। নিজের বোল্ড স্টাইলের জন্য বারবার বিতর্কের কেন্দ্রে আসেন তিনি। তবে এবার নাকি পোশাকের কারণে তাকে পিটিয়ে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছেন এক ব্যক্তি। এমনটাই দাবি করেছেন উরফি। আনন্দবাজার
১৬ এপ্রিল ওই ব্যক্তির নামে অভিযোগ দায়ের করতে থানায় গিয়েছিলেন এই মডেল। অভিযুক্ত ব্যক্তি পরিচালক নীরাজ পাণ্ডের অফিসে কাজ করেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি সামাজিক মাধ্যমে এই ঘটনার বিশদ বিবরণ দিয়েছেন উরফি। তিনি লিখেছেন, ‘নীরাজ পাণ্ডের অফিস থেকে কেউ একজন আমায় ফোন করেছিলেন। তার দাবি, তিনি নীরজের সহকারী এবং নীরাজ আমার সঙ্গে দেখা করতে চান, সেই বার্তাই তিনি দিচ্ছেন।’
Unibots.in
এরপর উরফি সেই ব্যক্তিকে জানান, দেখা করার আগে যে কাজের জন্য ডাকা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত বলতে। কিন্তু ওই ব্যাক্তি উরফির প্রশ্নে খেপে যান। ওই ব্যক্তি নাকি তাকে বলেছেন ‘তোমার স্পর্ধা মাত্রাধিক! তুমি নীরজকে অসম্মান করেছো।’
উরফি সামাজিক মাধ্যমে লেখেন, ‘আমাকে বলল, আমার গাড়ির নম্বর জানে। সব কিছু জানে আমার সম্পর্কে। তারপরই বলল, যে ধরনের পোশাক আমি পরি তাতে আমায় পিটিয়ে মেরে ফেলা উচিত। সবটাই হল- আমি দেখা করার আগে বিশদ জানতে চেয়েছিলাম বলে।’
পরিচালক নীরজ এখনও এই প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি। ‘আ ওয়েডনেসডে’, ‘বেবি’ এবং ‘স্পেশাল ২৬’-এর মতো জনপ্রিয় সিনেমার পরিচালক নীরজ। এই প্রথম নয়, আগেও খুনের হুমকি পেয়েছেন উরফি। গত বছর ডিসেম্বরে অশ্লীল ভিডিও পাঠিয়ে তাকে প্রাণে মারার হুমকি দিয়েছিলেন এক ব্যক্তি। সেই অভিযোগ নথিভুক্ত হওয়ার পর ঘটনার তদন্ত চলছে এখনও।