17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

৬ ফুটের সঙ্গী চেয়ে সমালোচনার মুখে ৫ ফুটের সেলেব্রিটি

৬ ফুটের সঙ্গী চেয়ে সমালোচনার মুখে ৫ ফুটের সেলেব্রিটি - the Bengali Times

লম্বা পুরুষ ছাড়া কারো সঙ্গে প্রেম করবেন না বলে সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলের উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়ার সেলেব্রিটি ক্যারোলিনা সান্তোস। গত সপ্তাহে ক্যারোলিনার ভক্তরা ডেটিং অ্যাপে তাঁর আইডি খুঁজে পায়। সেখানে তিনি লিখেছেন, ৬ ফুটের চেয়ে কম উচ্চতার কারও সঙ্গে তিনি সময় কাটাতে ইচ্ছুক নন।

- Advertisement -

ডেটিং অ্যাপে এমন বক্তব্য দেখে ক্যারোলিনার ভক্তরা আশ্চর্য হন। এরপর তাঁর এই বক্তব্যর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে।

৫ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই সেলেব্রিটি এক সন্তানের জননী। তিনি ডেটিং অ্যাপে লিখেছিলেন, ‘তুমি ৬ ফুট বা তাঁর চেয়ে লম্বা হলে কমেন্ট করো, নতুবা ভাগো।’

গত ১৪ এপ্রিল ইনস্টাগ্রামে দ্য ওয়াশ নামের একটি আইডি থেকে ক্যারোলিনার ডেটিং অ্যাপের প্রোফাইলের স্ক্রিনশট পোস্ট করা হয়। ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়, ক্যারোলিনা বিয়ে করার জন্য পাত্র নির্বাচনের বিষয়ে অমানবিক বক্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েছেন।

ক্যারোলিনার ডেটিং অ্যাপের প্রোফাইলের ওই স্ক্রিনশট এখনো সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে। সেটিকে নিয়ে নানা সমালোচনা ও হাস্যরস করা হচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles