5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

সরকার হটাতে গিয়ে হয় বাঁচব, নয়তো মরব : শামা ওবায়েদ

সরকার হটাতে গিয়ে হয় বাঁচব, নয়তো মরব : শামা ওবায়েদ - the Bengali Times
শামা ওবায়েদ

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। এই সরকারের পায়ের নিচে মাটি নেই, এখন একটু ধাক্কার প্রয়োজন। তাই এবার আর ছাড় নয়, সরকার হটাতে গিয়ে হয়তো বাঁচব, নয়তো মরব।

বুধবার (১৯ এপ্রিল) বিকেলে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -

তিনি আরো বলেন, সামনে প্রত্যেক এলাকায় দলীয় কার্যক্রম শক্তিশালী করতে হবে। সেজন্য দলের নেতাকর্মীদের সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তা নাহলে আমরা সফল হতে পারব না।

লস্কারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জাজরিসের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার প্রমুখ।

- Advertisement -

Related Articles

Latest Articles