9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

গ্যালারিতে মেসির নামে চিৎকার, রোনালদোর ‘অশ্লীল’ প্রতিক্রিয়া

গ্যালারিতে মেসির নামে চিৎকার, রোনালদোর ‘অশ্লীল’ প্রতিক্রিয়া - the Bengali Times
মেসির নামে চিৎকার দেয়ায় রোনালদোর অশ্লীল প্রতিক্রিয়া ছবি সংগৃহীত

সৌদি প্রো লিগে আল হিলালের বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে আল নাসর। এই পরাজয়ে ক্রিস্টিয়ানো রোনালদোদের এখন শিরোপা জেতার স্বপ্নও হুমকিতে পড়েছে। এমনিতেই ম্যাচ হারের হতাশা, তার উপর গ্যালারি থেকে মেসি মেসি বলে চিৎকার। তাইতো আর মেজাজ ধরে রাখতে পারেননি রোনালদো।

গোল.কমের একটি ভিডিওতে দেখা গেছে, সমস্বরে মেসির নামে চিৎকার করছেন আল-হিলালের সমর্থকরা। এই আচরণে বিরক্ত রোনলাদোকে আল-হিলাল সমর্থকদের ইঙ্গিত করে নিজের গোপনাঙ্গে হাত দিতে দেখা গেছে।

- Advertisement -

মেসির নামে আল-হিলাল সমর্থকদের চিৎকারের কারণ ফুটবলভক্তদের এখন আর অজানা নয়। কারণ, এরইমধ্যে মেসিকে দলে ভেড়ানার জন্য বাৎসরিক ৩৫০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়ে রেখেছে ক্লাবটি। চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে মেসির। এরপরই বিশ্বসেরা এই খেলোয়াড়কে দলে ভেড়াতে চায় আল-হিলাল।

লিগে এখন আল নাসরের পয়েন্ট ২৪ ম্যাচে ৫৩। শীর্ষে থাকা আল ইতিহাদের পয়েন্ট ২৩ ম্যাচে ৫৬। রোনালদোদের চেয়ে এক ম্যাচ কম খেলেছে ইতিহাদ। নিজেদের পরের ম্যাচে তারা জিতলে দুই দলের ব্যবধান হবে ৬। লিগে বাকি থাকা ৬ ম্যাচ দিয়ে সেই পার্থক্য মেটানো আল নাসরের জন্য একেবারেই সহজ হবে না।

- Advertisement -

Related Articles

Latest Articles