2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

কেন সাত বছর আমিরের সঙ্গে কথা বন্ধ ছিল জুহির?

কেন সাত বছর আমিরের সঙ্গে কথা বন্ধ ছিল জুহির? - the Bengali Times

আমির খান ও জুহি চাওলা সংগৃহীত ছবি

একই সঙ্গে বলিউডে পথ চলা শুরু করেছিলেন আমির খান ও জুহি চাওলা। ‘কায়ামাত সে কায়ামাত তাক’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল দুই তারকাকে। পর্দায় তাদের সম্পর্কের রসায়ন দর্শকের মনে ধরেছিল।

প্রথম ছবি হিট করার পর বলিপাড়ার ছবি নির্মাতারা বুঝে গিয়েছিলেন যে, দর্শক পর্দায় জুটি হিসেবে আমির ও জুহিকে দেখার অপেক্ষায় দিন গুনছে। তাই ১৯৮৮ সালে ‘কায়ামত সে কায়ামাত তাক’ ছবিটি মুক্তি পাওয়ার পর তাদের কাছে একের পর এক ছবির প্রস্তাব আসতে থাকে।
‘হাম হ্যায় রাহি প্যার কে’, ‘তুম মেরে হো’, ‘লাভ লাভ লাভ’, ‘দৌলত কি আগ’, ‘আতঙ্ক হি আতঙ্ক’ ছবিতে আমির এবং জুহিকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়। আমির ও জুহি নব্বইয়ের দশকে পর্দার সেরা জুটি হিসেবেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন।

- Advertisement -

আমির ও জুহির মধ্যে এমনই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল যে বলিপাড়ার একাংশ দাবি করেছিলেন, দুই তারকা সম্পর্কে জড়িয়ে পড়েছেন। যদিও আমির এবং জুহি দু’জনেই এই কথা অস্বীকার করেন।

কিন্তু ছবির শুটিংয়ের সময়ই আমির ও জুহির বন্ধুত্বে চিড় ধরে। ১৯৯৭ সালে ইন্দ্র কুমারের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ইশক’ ছবিটি। এই ছবিতে আমির ও জুহির পাশাপাশি অভিনয় করেছিলেন অজয় দেবগান এবং কাজল।

‘ইশক’ ছবির শুটিং চলাকালীন আমিরের সঙ্গে জুহির এমন অশান্তি বাধে যে নায়কের সঙ্গে বহু বছর কথাই বলেননি জুহি। অন্যদিকে, আমিরও এড়িয়ে চলতেন জুহিকে।

বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, আমির শুটিংয়ের সময় মাঝেমধ্যে তার সহ-অভিনেত্রীদের সঙ্গে ঠাট্টা-তামাশা করতেন। হাতের রেখা পর্যবেক্ষণ করে ভবিষ্যৎ বলে দিতে পারেন বলে মাধুরীকে জানিয়েছিলেন আমির।

কিন্তু হাত দেখার অজুহাতে মাধুরীর হাতে থুতু ফেলে দিয়েছিলেন আমির। বলিপাড়া সূত্রে খবর, এর পর আমিরকে মারবেন বলে হকি স্টিক নিয়ে সেটের মধ্যেই তাড়া করেছিলেন মাধুরী।

‘ইশক’ ছবির শুটিংয়ের সময়েও নাকি অজয় ও আমির দু’জনে মিলে জুহির সঙ্গে মজা করেছিলেন। কিন্তু দুই অভিনেতা এতটাই বাড়াবাড়ি শুরু করেন যে, জুহি শেষে কেঁদে ফেলেন।

আমিরের উপর রেগেও যান জুহি। তারপর আর নায়কের সঙ্গে কাজ করেননি তিনি। এক পুরনো সাক্ষাৎকারে আমির এই প্রসঙ্গে জানিয়েছিলেন, জুহির সঙ্গে মজা করার পর তিনি আমিরের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন।

এমনকি, আমিরের উপর রাগ করে শুটিং করতে যাওয়া থামিয়ে দিয়েছিলেন জুহি। যেদিন ওই ঘটনাটি ঘটে, তার পরের দিন সত্যিই জুহি কাজে আসেননি। অভিনেত্রী না আসার কারণে সেদিনের শুটিং বাতিল হয়ে যায়।

আমিরও রেগে যান জুহির প্রতি। ঠাট্টা-তামাশার ঘটনাকে পেশাদারিত্বের সঙ্গে জুহি গুলিয়ে ফেলেছিলেন বলে ক্ষুব্ধ হন আমির। কাজের সঙ্গে কোনওভাবেই আপস করা পছন্দ করেন না অভিনেতা।

‘ইশক’ ছবির পর একসঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছিলেন আমির ও জুহি। ছবি মুক্তির পর দুই দশকের বেশি সময় পার হয়ে গেলেও দুই তারকাকে একই পর্দায় অভিনয় করতে দেখা যায়নি।

করন জোহর সঞ্চালিত রিয়্যালিটি শোয়ে এই প্রসঙ্গে জুহি মুখ খোলেন। অভিনেত্রী জানান, তিনি সেই মুহূর্তে ভুল করে ফেলেছিলেন। প্রায় ছয়-সাত বছর একে অপরের সঙ্গে কথা বলেননি তারা।

বহু বছর কেটে যাওয়ার পর অবশ্য নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছেন আমির ও জুহি। দু’জনে এখনও ইন্ডাস্ট্রিতে কাজ করলেও একে অপরের সঙ্গে আর অভিনয় করেননি। দর্শক এখনও নব্বইয়ের দশকের পর্দার সেরা জুটির অভিনয় দেখার অপেক্ষায় রয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles