6.2 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

গ্লোবাল নিউজকে ভিনসেন্ট কের মানহানীর নোটিশ

গ্লোবাল নিউজকে ভিনসেন্ট কের মানহানীর নোটিশ - the Bengali Times
অন্টারিওর আইনপ্রণেতা ভিনসেন্ট কে নির্বাচনে চীনের হস্তক্ষেপকে ঘিরে গ্লোবাল নিউজের বিরুদ্ধে মানহানীর নোটিশ পাঠিয়েছেন তার যুক্তি গ্লোবাল নিউজে প্রকাশিত প্রতিবেদক স্যাম কুপারের নিবন্ধ ভুলভাবে তাকে কানাডার গণতন্ত্রের জন্য ক্ষতিকর বলে অভিযুক্ত করেছে

অন্টারিওর আইনপ্রণেতা ভিনসেন্ট কে নির্বাচনে চীনের হস্তক্ষেপকে ঘিরে গ্লোবাল নিউজের বিরুদ্ধে মানহানীর নোটিশ পাঠিয়েছেন। তার যুক্তি, গ্লোবাল নিউজে প্রকাশিত প্রতিবেদক স্যাম কুপারের নিবন্ধ ভুলভাবে তাকে কানাডার গণতন্ত্রের জন্য ক্ষতিকর বলে অভিযুক্ত করেছে।
নিবন্ধে উল্লেখ করা হয়, চীনের কমিউনিস্ট পার্টির নির্বাচনে হস্তক্ষেপ প্রকল্পে আর্থিক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন কে।

কের অভিযোগ, নিবন্ধটি প্রকাশের পর থেকে ঘৃণাত্মক ও বর্ণবাদী হুমকি মোকাবিলা করতে হচ্ছে। নিবন্ধে যে গল্প তুলে ধরা হয়েছে তা তার সুনাম ক্ষুণœ করেছে।

- Advertisement -

অভিযোগ ওঠার পর প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ ককাস থেকে পদত্যাগ করেন তিনি। এখন তিনি স্বতন্ত্র এমপিপি। তবে তিনি নির্দোষ প্রমাণিত হলে তিনি ফিরতে পারবেন বলে জানিয়েছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড।

গ্লোবাল নিউজ বলেছে, কঠোর সাংবাদিকসূলক নীতিমালা দ্বারা পরিচালিত হয়ে থাকে গ্লোবাল নিউজ। একই সঙ্গে জনস্বার্থ ও আইনি দায়দায়িত্বের ব্যাপারেও দায়িত্বশীল তারা।

- Advertisement -

Related Articles

Latest Articles