2.1 C
Toronto
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫

হ্যামিল্টনের জরুরি অবস্থা ঘোষণা

হ্যামিল্টনের জরুরি অবস্থা ঘোষণা - the Bengali Times
মেয়র আন্দ্রিয়া হরওয়াথ স্থানীয় জনস্বাস্থ্য গ্রুপের সুপারিশের ভিত্তিতে প্রাদেশিক সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাতে পারেন এসব পদক্ষেপের মধ্যে আছে মাদকাসক্ত ব্যক্তিদের জন্য সেবা ও ক্ষতি প্রশমন ব্যবস্থার আওতা বাড়ানো এর মধ্যে অন্যতম

গৃহহীণতা, ওপিয়ড আসক্তি ও মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে বৃহস্পতিবার জরুরি অবস্থা ঘোষণা করেছে হ্যামিল্টনের সিটি কাউন্সিল। জরুরি এই প্রস্তাব অনুমোদিত হলেও বিস্তৃত এই সমস্যা সমাধানে এখনই কোনো পদক্ষেপ গ্রহণে বাধ্য নয় দক্ষিণ অন্টারিওর এই নগরী।

তবে এর ফলে মেয়র আন্দ্রিয়া হরওয়াথ স্থানীয় জনস্বাস্থ্য গ্রুপের সুপারিশের ভিত্তিতে প্রাদেশিক সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাতে পারেন। এসব পদক্ষেপের মধ্যে আছে মাদকাসক্ত ব্যক্তিদের জন্য সেবা ও ক্ষতি প্রশমন ব্যবস্থার আওতা বাড়ানো এর মধ্যে অন্যতম। কারণ, জানুয়ারির এক প্রতিবেদনে বলা হয়েছে, হ্যামিল্টনে মাদকাসক্তি সংক্রান্ত মৃত্যু ব্যাপক হারে বেড়ে গেছে।

- Advertisement -

প্রতিবেদনে বলা হয়, ২০০৫ সালে মাদকাসক্তি সংক্রান্ত মৃত্যু হয় ২৬টি। ২০২১ সালে সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ১৬৬টিতে। এর ৬৫ শতাংশই পুরুষ, যাদের বয়স ২৫ থেকে ৬৫ বছর।

এ ছাড়া গৃহহীণদের জন্য তহবিল পদ্ধতিতে সংশোধন আনার আহ্বানও জানাতে পারেন হরওয়াথ। কারণ, ২০২১ সালের অডিটর জেনারেলের প্রতিবেদন বলছে, এ সমস্যা সমাধানে প্রদেশ যথেষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করছে না।

সেই সঙ্গে মানসিক স্বাস্থ্য সেবায় যে তহবিল স্বল্পতা দ্রুত তা নিরসনে প্রদেশ ও অন্টারিও হেলথকে আহ্বান জানাতে পারেন মেয়র। মূল্যস্ফীতি ও জনসংখ্যার অনুপাতে বার্ষিক বরাদ্দ বৃদ্ধি এর মধ্যে অন্যতম।

- Advertisement -

Related Articles

Latest Articles