9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

যে কারণে বন্ধুত্ব ভেঙে যায় মাধুরী ও আমিরের

যে কারণে বন্ধুত্ব ভেঙে যায় মাধুরী ও আমিরের - the Bengali Times

ফাইল ছবি

‘দিল’ ছবি দিয়ে আমির খান ও মাধুরীর এক সঙ্গে কাজ করা। ছবির সেটেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। শুটিংয়ের মধ্যে মাধুরীর সঙ্গে মজা করতেন আমির। নায়িকাকে আমির জানান, তিনি নাকি হাতের রেখা দেখে ভবিষ্যৎ নির্ধারণ করতে পারেন। মাধুরীও হাত বাড়িয়ে দেন। মজার ছলে হাতে থুথু দেন আমির; আর এই কারণেই ‘পারফেকশনিস্টের’ সঙ্গে সম্পর্কে ফাটল ধরে। -খবর আনন্দবাজারের।

‘দিল’ ছবির পরিচালক ছিলেন ইন্দ্র কুমার। ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিল’ ছবিতে আমির এবং মাধুরীর সম্পর্কের রসায়ন দর্শকের মনে ধরে। পর্দার নেপথ্যেও তাদের সম্পর্ক মজবুত ছিল। ঠাট্টা-তামাশা করতে করতেই কাজ করতেন।

- Advertisement -

আমির মজা করে বলতেন তিনি মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারেন। আর মাধুরীও তা বিশ্বাস করেন।

আমিরও নিখুঁতভাবে মাধুরীর হাতের রেখা পর্যবেক্ষণ করতে শুরু করেন। অভিনেতা মাধুরীকে বলেন, ‘তুমি খুব নরম মনের মানুষ। খুব সহজে অনুভূতিপ্রবণ হয়ে পড়।’

আমির আরও বলেন, ‘লোকে তোমাকে যা বলে, তুমি তাই বিশ্বাস করে নাও। যেমন আমি তোমাকে এখন বোকা বানিয়ে চলেছি আর তুমি আমার কথা বিশ্বাস করে যাচ্ছ।’

এই বলেই মাধুরীর হাতে থুতু ফেলে দেন আমির।

‘দিল’ ছবি মুক্তি পাওয়ার পর একই বছর ‘দিওয়ানা মুঝসা নেহি’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। কিন্তু তার পর আর কোনো ছবিতে একসঙ্গে অভিনয় করেননি।

বলিপাড়ার একাংশের দাবি, মাধুরীর হাতে থুতু ফেলে দিয়েছিলেন বলেই আমিরের সঙ্গে আর কাজ করতে চাননি অভিনেত্রী।

- Advertisement -

Related Articles

Latest Articles