9.9 C
Toronto
রবিবার, মার্চ ১৬, ২০২৫

জড়িয়ে ধরাও একটি পেশা!

জড়িয়ে ধরাও একটি পেশা!

বিচিত্র পেশার একটি হলো জড়িয়ে ধরা। পেশাদার আলিঙ্গনকারীরা এই পেশায় মানুষকেই টাকার বিনিময়ে জড়িয়ে ধরেন। এটি মূলত স্পর্শ থেরাপি। বিশ্বের বিভিন্ন দেশে এই পেশা রয়েছে।

- Advertisement -

মানুষ যখন স্নেহ ও আন্তরিকতার অভাব অনুভব করেন, তখন আলিঙ্গনের প্রয়োজন হয়। এতে তার শরীরে হরমোন অক্সিটোসিন নিঃসরণ করে। যা একাকিত্ব ও মানসিক চাপ থেকে মুক্তি দেয়। এই থেরাপি বিষণ্নতা দূর, সামাজিক দক্ষতা বৃদ্ধি, ব্যথা, উদ্বেগ, আগ্রাসন, চাপ কমায়। মানুষের মধ্যে শিথিলতা আনে। দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীকেও এই ধরনের সেবা দেওয়া হয়। উন্নত দেশে প্রতি ঘণ্টায় প্রায় ৬৫০০ টাকা আয় করেন পেশাজীবীরা।

স্পর্শ থেরাপি বা কাডল থেরাপি মূলত একাকিত্ব, আঘাতজনিত সমস্যা, অক্ষমতা বা মানসিক যন্ত্রণায় যারা বেশি ভোগেন, তারাই এই সেবা নেন। যা তারা প্রিয়জনের কাছ থেকে আশা করেন। কাছের মানুষগুলো থেকে যারা দূরে থাকেন, তারাই প্রশান্তির জন্য এই সেবা নেন।

- Advertisement -

Related Articles

Latest Articles