16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

যে দোয়া পড়লে কঠিন কাজও সহজ হয়ে যায়

যে দোয়া পড়লে কঠিন কাজও সহজ হয়ে যায় - the Bengali Times

চেষ্টা করলে সবই সম্ভব। তবে এটাও মনে রাখতে হবে, কাজ সম্পাদনের এবং তা কঠিন বা সহজ করে দেওয়া আল্লাহর কুদরতের অধীন। আল্লাহ তাআলা চাইলে কারো কঠিন কাজ সহজ করে দেন এবং তিনি ইচ্ছা করলে সহজ কাজও কঠিন হয়ে যায়।
হজরত মুসা (আ.) আল্লাহর কাছে এই মর্মে দোয়া করেন, ‘আর (হে আল্লাহ) আমার কাজ সহজ করে দাও।’ (সুরা ত্বহা: ২৬)

- Advertisement -

একারণেই মুসলমানদের এই দোয়া করতে বলা হয়েছে—

اللَّهُمَّ لَا سَهْلَ إلاَّ مَا جَعَلْتَهُ سَهْلاً، وأنْتَ تَجْعَلُ الحَزْنَ إذَا شِئْتَ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা লা-সাহলা ইল্লা মা জায়ালতাহু সাহলান, ওয়া আনতা তাজআলুল হুজনা সাহলান ইজা শিইতা।’

অর্থ: ‘হে আল্লাহ, আপনি যা সহজ করে দেন তা ছাড়া কোনো কিছুই সহজ নেই। আর আপনি চাইলে পেরেশানিযুক্ত কাজও সহজ করে দেন।’ (সহিহ ইবনে হিব্বান: ৯৭৪)

অসখ্য হাদিসে নেক কাজের তাওফিক লাভের জন্য দোয়া করার কথা বর্ণিত হয়েছে। এই তাওফিক লাভের দোয়া কঠিন কাজ সহজ হওয়ার একটি উপায়। যেকোনো হালাল কাজ সহজে করার তাওফিক দান করুন। আমিন।

- Advertisement -

Related Articles

Latest Articles