6 C
Toronto
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

ঢাকায় থাকার কথা বলে বিদেশে আছেন মেয়র

ঢাকায় থাকার কথা বলে বিদেশে আছেন মেয়র

অনুমতি না নিয়ে টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার পার্শ্ববর্তী দেশ বিদেশে ভ্রমণ করেছে। এতে বঞ্চিত হচ্ছেন পৌরসভায় সেবা নিতে আসা গ্রহীতারা। এ নিয়ে তীব্র ক্ষোভ শুরু হয়েছে সেবা গৃহীতাদের মাঝে।

- Advertisement -

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালিহাতী পৌরসভার মেয়র নুরুন্নবী সরকার গত ২৫ এপ্রিল থেকে ঢাকায় থাকার কথা বলে পৌরসভার কার্যালয়ে অনুপস্থিত আছেন। পৌরসভায় মেয়রকে না পেয়ে কেউ কেউ তার বাসায় যাচ্ছেন। যার ফলে স্থানীয় অধিবাসীরা পৌরসভায় সেবা নিতে এসে বিড়ম্বনায় পড়তে হচ্ছে জনগণকে।

পৌরসভা সূত্র জানায়, মেয়র নুরুন্নবী সরকার কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত ভ্রমণে গেছেন। তাই অনুমতি না থাকায় বিষয়টি গোপন রাখা হয়েছে।

তবে এ বিষয়ে কালিহাতী পৌরসভার মেয়র নুরুন্নবী সরকারের সঙ্গে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।

নাম প্রকাশ না করার শর্তে মেয়রের ঘনিষ্ঠ কয়েকজন জানিয়েছেন, মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার ২৫ এপ্রিল বেনাপোল স্থলবন্দর দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে গেছেন। অনুমতি না নিয়ে দেশের বাইরে যাওয়া মেয়রের জন্য সমস্যা হতে পারে, তাই বিষয়টি গোপন রাখা হয়েছে।

কালিহাতী পৌরসভার নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর জানান, মেয়র ব্যক্তিগত কাজে ঢাকায় আছেন। তবে তিনি কত দিনের জন্য ঢাকায় গেছেন এমন প্রশ্নে বলেন, মেয়র মহোদ্বয় গত ২৫ এপ্রিল অফিস করে ঢাকায় গেছেন। আগামী রোববার এসে আবার অফিস করবেন। তার ভারতে যাওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে একজন মেয়র দেশের বাইরে গেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে যেতে হয়।

এদিকে ২০১১ সালের ১৯ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিদের বিদেশ ভ্রমণের অনুমতি ও অনুসরণীয় আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে একটি পরিপত্র জারি করেছেন। ওই পরিপত্র সূত্রের ৭ এর (খ) ধারায় বলা আছে— পার্বত্য চট্টগ্রাম স্থানীয় সরকার পরিষদ/পার্বত্য জেলা পরিষদসমূহের সদস্যবৃন্দ, সিটি করপোরেশনের কমিশনার, এবং পৌরসভার মেয়রগণের বিদেশ ভ্রমণে স্থানীয় সরকার বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী অনুমোদন দেবেন। মন্ত্রীর অনুমোদন ছাড়া ওই ক্যাটাগরির কেউ বিদেশ যেতে পারবেন না বলে স্পষ্টভাবে বলা হয়েছে

সূত্র : যুগান্তর

- Advertisement -

Related Articles

Latest Articles