14.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’ : কলেজছাত্রী

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’ : কলেজছাত্রী - the Bengali Times

টাঙ্গাইল সদর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন এক কলেজছাত্রী। গতকাল শুক্রবার সকাল থেকে প্রেমিক সাইফুল ইসলামের বাড়িতে অবস্থান করছেন তিনি। সাইফুল উপজেলার করটিয়া ইউনিয়নের কলেজপাড়া গ্রামের মো. মনোয়ার হোসেনের ছেলে।

- Advertisement -

স্থানীয় ইউপি সদস্য মো.শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, সাইফুল ইসলাম ওই মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক বিষয়টি অস্বীকার করেছেন।

ওই কলেজছাত্রী বলেন, ‘আমি আর সাইফুল টাঙ্গাইল ‘ল’ কলেজে পড়ালেখা করি। ১ বছর আগে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই মধ্যে আমরা একান্ত সময় কাটিয়েছি। কিন্তু এখন সাইফুল আমাকে বিয়ে করতে অস্বীকার করছে। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে আমি ওর বাড়িতে অবস্থান নিয়েছি। বিয়ে না করলে আমি আত্মহত্যা করব।’

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, ওই নারী থানায় কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

- Advertisement -

Related Articles

Latest Articles