0.7 C
Toronto
শনিবার, মার্চ ২৯, ২০২৫

‘এমন কষ্ট আগে কখনো করিনি’

‘এমন কষ্ট আগে কখনো করিনি’ - the Bengali Times
চিত্রনায়িকা তমা মির্জা

‘সুড়ঙ্গ’ সিনেমার শুটিং নিয়ে গেল ক’দিন বেশ ব্যস্ত সময় কাটিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা। সিলেটের প্রত্যন্ত অঞ্চলে এর শুটিং হয়েছে। আর শেষ কাজ হয়েছে চট্টগ্রামে। এখন অল্প শুটিং বাকি আর আছে ডাবিংয়ের কাজ। রায়হান রাফি পরিচালনায় এটি মুক্তি পাবে আগামী ঈদে।

সিনেমাটি প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘গেল ক’দিন “সুড়ঙ্গ’র মধ্যেই ডুবে ছিলাম। সকল চিন্তা-ভাবনাই ছিল ছবিটি ঘিরে। শুটিং প্রায় শেষ, তাই আপাতত বিশ্রামে আছি। ক’দিন পর ডাবিং শুরু হবে। এই সময়ের মধ্যে অনেকগুলো কাজের প্রস্তাব ছিল কিন্তু করা হয়নি। সময়টা রেখেছিলাম, শুধু “সুড়ঙ্গ’র জন্য।’

- Advertisement -

শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল? উত্তরে তিনি বলেন, ‘আমরা যে সময়টা শুটিং করেছি, তখন খুব গরম পড়েছিল। কাঠফাটা রোদের মধ্যেই আমাদের সবাইকে কাজ করতে হয়েছে। কেমন গরমের মধ্যে কাজটি করেছি, তা বলে বোঝানো যাবে না। নির্মাতাও দুশ্চিন্তা ছিল আমাদের মধ্যে কেউ না আবার অসুস্থ হয়ে পড়ে। আর আমাদের ভাবনা ছিল কাজটি যাতে সুন্দর হয়। এমন কষ্ট আমি আগে কখনো করিনি। আশা করি, এটি সবার মনে রাখার মতো একটি কাজ হবে।’

‘সুড়ঙ্গ’ সিনেমায় তমার বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এটি তার প্রথম সিনেমা। সহশিল্পীর প্রসঙ্গে এই নায়িকার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে নিশোর ভাইয়ের কাজ নিয়ে বলার কিছুই নেই। তার কাজ সম্পর্কে সবাই জানে। আমি নিজেও তার কাজের ভক্ত। এই প্রথম তার সঙ্গে কাজ করলাম। অসম্ভব ভালো একজন মানুষ। কাজটি করতে গিয়ে অনেক মজা করেছি আমরা। আর কাজের প্রতি তার আগ্রহ, কষ্ট আর যত্ন দেখে মুগ্ধ হয়েছি।’

পরবর্তীতে কিসের শুটিং শুরু করবেন? উত্তরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা বলেন, ‘আপাতত বিশ্রামে আছি। এখনই নতুন কোনো কাজের শুটিং শুরু করছি না। আগে এই সিনেমাটা মুক্তি পাক, তারপর। আর গেল কয়েক বছর ধরেই খুব বেছে বেছে কাজ করছি- এটা সবাই জানে। আমি চাই, আমার ভক্ত-দর্শকদের ভালো কাজ উপহার দিতে। তাদের বিশ্বাসে জায়গাটা নষ্ট করতে চাই না। তাই সময় নিয়ে হলেও ভালো কাজের সঙ্গে থাকতে চাই।’

সবশেষ ব্যক্তিজীবন প্রসঙ্গ, বিয়ে করছেন কবে? ‘আমার একটা পরিকল্পনা আছে। জানি সব কিছু পরিকল্পনা করে হয় না। তারপরও বিয়ে নিয়ে ভাবনা-চিন্তা আগামী ৪ বছর পর। সামনের ২ বছর ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকা হবে। এর মধ্যে আরও ২ বছর কেটে যাবে, কাজ নিয়ে। তারপর বিয়ে। আর বিয়েটা তো বললেই হয় না। এটি শুধু নিজেদের মধ্যেই নয়, দুটো পরিবারের বন্ধন। তাই একটু সময় লাগবে।’ বললেন তমা মির্জা।

- Advertisement -

Related Articles

Latest Articles