9.5 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

জাহাঙ্গীর আলম জিরো হয়ে গেছে: মায়া

জাহাঙ্গীর আলম জিরো হয়ে গেছে: মায়া - the Bengali Times

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনায়নপত্র বাতিল হওয়া মেয়র পদপ্রার্থী ও করপোরেশনের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমকে ‘জিরো’ বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, ‘আওয়ামী লীগে থাকলে হয় হিরো, এখন সে (জাহাঙ্গীর) হয়ে গেছে জিরো।’

- Advertisement -

আজ বুধবার দুপুরে টঙ্গী থানা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গাজীপুর মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মায়া বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে গাজীপুর সিটি নির্বাচন আমাদের জন্য একটি অগ্নিপরীক্ষা।’ বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘শুনেছি আমাদের নির্বাচন করতে দেবেন না, আপনারা নির্বাচনে না এলে আমাদের কিছু বলার নেই। তাই বলে আগুনসন্ত্রাস করবেন, সেটা আমরা মেনে নেব না।’

তিনি আরও বলেন, ‘এখানে নৌকা ছাড়া কোনো ব্যক্তির নাম থাকতে পারবে না। যেখানে যাবেন নৌকার ও নৌকার প্রার্থীর নাম আগে তিনবার করে বলবেন। শুধু নেতাকর্মীদের নিয়ে মিছিল-মিটিং নয়, ভোটারদের কাছে কাছে যান।’

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় (ভারপ্রাপ্ত) সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আক্তারউজ্জামান, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় গাজীপুরে নৌকার টিকিট পান অ্যাডভোকেট আজমত উল্লা খান। তার পক্ষে নির্বাচনী কাজ করতে ২৮ সদস্যদের একটি কেন্দ্রীয় সমন্বয়ক টিম গঠন করা হয়।

আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। তফসিল অনুযায়ী গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৭ এপ্রিল, বাছাই ৩০ এপ্রিল এবং ৮ মের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

সূত্র : আমাদের সময়

- Advertisement -

Related Articles

Latest Articles