
১২ মে মুক্তি টালিউডে পাচ্ছে দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় ছবি ‘ফাটাফাটি’। অভিনেত্রীর বাইরেও এসে তার আরেকটি পরিচয় আছে, তা হলো তিনি টালিগঞ্জের জনপ্রিয় নায়িকা শুভশ্রীর বোন।
মুক্তি প্রতিক্ষীত সিনেমা ও সমসাময়িক কাজ নিয়ে সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন এই দেবশ্রী গঙ্গোপাধ্যায়। সাক্ষাৎকারে বলেন, অনেকেই একা ধাকতে পছন্দ করেন, তাই ছেলেরা ভাবেন মেয়েরা একা থাকা মানেই সেই মেয়ের শারীরিক চাহিদা আছে কিংবা আর্থিক প্রয়োজন আছে।
দেবশ্রী গঙ্গোপাধ্যায় বলেন, ছেলেরা এই ভাবনা থেকেই মেয়েদের মনে ঢোকার চেষ্টা করেন। কিন্তু ছেলেরা বোঝে না যে মেয়েরা খুব স্মার্ট। অরগাজমের জন্য আমাদের কোনও পুরুষের দরকার নেই। চাহিদা মেটানোর আরও অনেক উপায় আছে।
বিবাহিত জীবন নিয়ে নিজের বোন শুভশ্রীরকে নিয়ে বলেন, রাজের (শুভশ্রীর স্বামী) মতো মানুষ আমি সত্যিই এখনও দেখিনি। রাজ-শুভশ্রীর দাম্পত্যজীবন কয়েক বছর হয়ে গেল, আজ পর্যন্ত কারও সম্পর্কে কোনও খারাপ কথা ওর মুখে শুনিনি। প্রথমে ভাবতাম নিজের ভাবমূর্তি নিয়েই বেশি চিন্তিত। কিন্তু এত বছর পর দেখি, ও মানুষটাই তেমন। রাজের সঙ্গে আমার বাবার দারুণ সমীকরণ।
সূত্র: আনন্দবাজার