8.2 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

ঘুমন্ত নারীদের আপত্তিকর ভিডিও, যুগল গ্রেপ্তার

ঘুমন্ত নারীদের আপত্তিকর ভিডিও, যুগল গ্রেপ্তার - the Bengali Times

ঝিনাইদহের শৈলকুপায় রাতের আধাঁরে ঘুমন্ত নারীদের আপত্তিকর ভিডিও ও ছবি ধারণ করায় প্রেমিকাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

ঝিনাইদহের শৈলকুপায় রাতের আধাঁরে ঘুমন্ত নারীদের আপত্তিকর ভিডিও ও ছবি ধারণ করায় প্রেমিকাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সাপখোলা গ্রামের জুলকার খাঁ (৩২) ও তার প্রেমিকা জান্নাতি খাতুন (২০)।

শুক্রবার সকালে ঝিনাইদহের পুলিশ সুপার আশিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -

তিনি জানান, শৈলকুপা উপজেলার সাপখোলা গ্রামে মামুন ফেরদৌসের বাড়ির জানালা দিয়ে কে বা কারা তার ঘুমন্ত স্ত্রী ও কন্যার ভিডিও করছিল। এ সময় মোবাইলের ফ্লাশ লাইটের আলো জ্বলে উঠলে ফেরদৌস ঘরের ভেতর অজ্ঞাত যুবকের হাত চেপে ধরেন, তখন ওই যুবক মোবাইল ফেলে পালিয়ে যান। ফেলে যাওয়া মোবাইলে মধ্যে সাপখোলা গ্রামের প্রায় অর্ধ শত নারীর নগ্ন-অর্ধ নগ্ন ভিডিও ও ছবি ছিল।

পুলিশ সুপার জানান, এরপর ৪ মে ফেরদৌস বাদী হয়ে শৈলকুপা থানায় পর্নোগ্রাফি আইনে অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিদের গ্রেপ্তার করে।

তিনি জানান, আসামি জুলকার খাঁ ও প্রেমিকা জান্নাতি খাতুনের মোবাইল দিয়ে পরিকল্পনা করে রাতের আধাঁরে গোপনে বিভিন্ন মেয়েদের ঘুমন্ত নগ্ন-অর্ধনগ্ন ছবি ও ভিডিও ধারণ করে। গত ৩ মাস ধরে ধারণকৃত ভিডিও দিয়ে তারা টাকা হাতিয়ে নেওয়াসহ শারীরিক সম্পর্ক স্থাপন করবে এটিই তাদের মূল উদ্দেশ্য ছিল।

- Advertisement -

Related Articles

Latest Articles