
বিশ্ব ক্রিকেটের ইতিহাসে গতিদানবদের তালিকা তৈরি করলে ব্রেট লির নামটা উপরের দিকেই থাকবে। পেশাদার ক্যারিয়ারে বেশ সফলই ছিলেন এই অস্ট্রেলিয়ান। কিন্তু ব্যক্তিগত জীবনে হতাশ ছিলেন লি।
ক্রিক ফিট নামে একটি ওয়েবসাইট জানায়, স্ত্রী এলিজাবেথ কেম্প পরকীয়ায় জড়িয়ে এক রাগবি খেলোয়াড়ের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। জানা যায়, ক্রিকেটের কারণে স্ত্রীকে বেশি সময় দিতে পারেননি তিনি। এ কারণেই দুই বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়।
২০০৬ সালে প্রথমবার বিয়ে করেছিলেন লি। এলিজাবেথের ঘরে তার একটি পুত্রসন্তান রয়েছে। ২০০৯ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
এরপর ২০১৪ সালে লি বিয়ে করেন লানা অ্যান্ডারসনকে। তাদের সংসারেও দুই সন্তান রয়েছে।