সাজানো হয়েছিল ঘর। পছন্দের পোশাকও কেনা হয়েছিল। প্রস্তুত ছিল জন্মদিন পালনের সবরকম আয়োজন। এরই মাঝে জন্মদিনের কেক কাটার কয়েক ঘণ্টা আগেই ঘর থেকে উদ্ধার হল এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ভারতের নদিয়ার শান্তিপুর থানার বড়বাজার এলাকায়।
ওই কলেজছাত্রীর নাম কোয়েল হালদার (২০)। তিনি বড় বাজার এলাকার কল্যাণী মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে ছাত্রী ছিলেন।
পুলিশ জানায়, গতকাল শনিবার কোয়েলের জন্মদিন ছিল। ওইদিন রাত ১০টার দিকে জন্মদিনে জামাসহ অনান্য কেনাকাটা করে কোয়েলেকে সঙ্গে নিয়ে বাসায় ফেরন তার বাবা। বাসায় ফিরে কোয়েল দোতলার ঘরে একাই ছিলেন। এরপর পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখেন কোয়েলের ঝুলন্ত মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
কোয়েলের মা মামণি হালদার বলেন, ‘কোয়েল একটু অন্যরকম হয়ে গিয়েছিল। আগের তুলনায় ওর রাগ বেড়ে গিয়েছিল। গতকাল বাজার করার সময়ও জামা কেনা নিয়ে মজা করে সামান্য একটু কথা কাটাকাটি হয়। এর পরেই এমন ঘটনা।’
এদিকে আজ রোববার কোয়েলের মরদেহ রানাঘাট মহাকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। পাশাপাশি এ ঘটনার পেছনে অন্য কারণ রয়েছে তাও তদন্ত শুরু করেছে পুলিশ।