
উত্তর আমেরিকার ব্রেইল ইনস্টিটিউট একটি অলাভজনক প্রতিষ্ঠান এবং ১৯১৯ সাল থেকে দৃষ্টিহীন লোকদের বিনামূল্যে নানা কর্মসূচির সুযোগ দিচ্ছে। এসব কর্মসূচির মধ্যে ব্রেইল প্রতিযোগিতা অন্যতম। এবার ব্রেইল প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে স্কারবোরোর দৃষ্টি প্রতিবন্ধী ইয়ানা চেউং। ২০২১ সালে ব্রেইল প্রতিযোগিতার ফাইনালে জুনিয়র ভার্সিটি ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকার করে ১০ বছর বয়সী ইয়ানা। সারা উত্তর আমেরিকাজুড়ে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়।
এ বছরই গ্রেড ফাইভে উঠতে যাচ্ছে ইয়ানা। তার এক চোখ অন্ধ এবং অন্য চোখের দৃষ্টি শক্তি কম। সম্মানজনক এই পুরস্কার জেতার অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইয়ানা বলে, আমার সত্যিই খুব ভালো লাগছে। এজন্য আমাকে অনেক খাটতে হয়েছে এবং জুনিয়র কিন্ডারগার্টেন থেকে বছরের পর বছর অনুশীল করে যাচ্ছি।
একইভাবে গর্বিত তার মা মাবেল চো। তিনি বলেন, ইয়ানা পড়ালেখায় বরাবরই ভালো এবং খুব দ্রুত শেখে। ব্রেইল প্রতিযোগিতার কথা জানার পর আমি চেয়েছিলাম আমার সন্তার তাতে অংশ নিক।