
ছবি সংগৃহীত
কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক ক্রিকেটার নিতিশ রানার স্ত্রীকে হয়রানির অভিযোগে দিল্লি থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিতিশ রানার স্ত্রী সাচি মারোয়াহ শুক্রবার (৫ মে) দিল্লিতে মামলা করে।
মামলার পর পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করেছে। সিসি ক্যামেরা দেখে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
দিল্লির সহকারী পুলিশ কমিশনার জানান, এদের একজন আঠারো বছর বয়স্ক চৈতন্য শিবম এবং আপরজন একই বয়সী বিবেক। তাদেরকে পান্ডব নগর ও প্যাটেল নগর থেকে গ্রেপ্তার করা হয়।
অপরাধীরা কিশোর বলে নীতিশ রানা ও তার স্ত্রীর পক্ষে এদের বেশি শাস্তি না দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
বৃহস্পতিবার(৪ মে) রাতে নীতিশ রানার স্ত্রী সাচি অরুন জেটলি স্টেডিয়াম থেকে রানার সঙ্গে দেখা করে নিজ গাড়িতে তার মডেল টাউনের বাড়িতে ফিরছিলেন। তখন ওই দুজন বাইকে করে সাচির পিছু নেয়। গাড়ি রেড লাইটে দাঁড়ালে তারা অশ্লীল অঙ্গভঙ্গি করে। সাচি এরপরই পুলিশে অভিযোগ জানান।
প্রশ্ন উঠেছে, কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়ক বলেই কি পুলিশের এত তৎপরতা? সাধারণ মানুষের ক্ষেত্রেও এই ঘটনা ঘটলে পুলিশ কি একই তৎপরতা দেখাতো? সূত্র: এনডিটিভি