8.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ক্ষমা চেয়ে নওয়াজউদ্দিনকে ‘খোলা চিঠি’, কী লিখলেন আলিয়া

ক্ষমা চেয়ে নওয়াজউদ্দিনকে ‘খোলা চিঠি’, কী লিখলেন আলিয়া - the Bengali Times
বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী ও তার স্ত্রী আলিয়া সিদ্দিকী

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী ও তার স্ত্রী আলিয়া সিদ্দিকীর দাম্পত্য কলহ মারাত্মক আকার ধারণ করেছে। এতদিন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দিয়েছিলেন স্ত্রী আলিয়া। এক অপরের উপর কাদা ছোড়াছুড়ি করে আদালতের দ্বারস্থ হয়েছেন দুই পক্ষ। এরই মাঝে একেবারে উল্টো সুর আলিয়ার। যা প্রকাশ করলেন আলিয়া নিজেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সম্প্রতি আলিয়ার এক ইনস্টাগ্রাম পোস্টে নওয়াজ ও তার পরিবারের কাছে খোলা চিঠি লিখে ক্ষমা চেয়েছেন।

- Advertisement -

আলিয়া তার চিঠিতে লেখেন, ‘হ্যালো নওয়াজ, এই চিঠি তোমার জন্য। আমি অনেক জায়গায় শুনেছি আর পড়েছি যে জীবন মানে এগিয়ে যাওয়া। কয়েক মাস ধরে আমাদের মধ্যে যা কিছু ঘটেছে, আমি সেসব কিছু ভুলে যেতে চাই। আর ঈশ্বরের প্রতি আস্থা রেখে আমি নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে আর তোমার সব অন্যায়কে ক্ষমা করে জীবনের দিকে এগিয়ে যেতে চাই। আর আমি জীবনকে সুন্দর রূপ দেওয়ার চেষ্টা করব।’

তিনি আরও লিখেছেন, ‘অতীতের জালে ফেঁসে থাকা, কোনো চক্রব্যূহে থাকার চেয়ে কম কিছু নয়। আর তাই অতীতকে পেছনে ফেলে, এই ভুল দ্বিতীয়বার না করার অঙ্গীকার করছি। আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার শপথ নিচ্ছি আমি।’

‘তুমি বাবা হিসেবে অত্যন্ত ভালো। আশা করি, ভবিষ্যতে তুমি তোমার সব কর্তব্য ভালোভাবে পালন করবে। আর তাদের একটা ভালো ও সুন্দর ভবিষ্যৎ দেওয়ার সব রকম প্রয়াস করবে। আমার এই যুদ্ধ শুধু আমার সন্তানদের জন্য ছিল। ওদের মুখে হাসি দেখে আমার সব দুশ্চিন্তা দূর হয়ে গেছে। আর রাগ গলে জল হয়ে গেছে। আমরা ভালো স্বামী-স্ত্রী হয়ে উঠতে পারিনি, আশা করি আমরা ভালো মা–বাবা হয়ে উঠব। এই জীবনে যা কিছু ঘটেছে, এ কারণে একে অপরকে যেন ক্ষমা করে দিই। জীবনের পথে যেন এগিয়ে যেতে পারি।’

অভিনেতার স্ত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পোস্ট দেখে খটকা লেগেছে অনেকের মধ্যে। এমনকি অভিনেতার ভাই শামাশ সিদ্দিকি তো লিখে বসেন, ‘তোমার প্রোফাইল কি হ্যাক হয়েছে।’

অন্যদিকে এই পোস্টটি করার পর থেকে আলিয়া সিদ্দিকি অ্যাকাউন্টের হদিশ মিলছে না ইনস্টাগ্রামে। আলিয়া নিজে এই খোলা চিঠি লিখেছেন কি না তা নিয়ে সকলের মধ্যে দ্বিধা কাজ করছে।

যদিও সব ভুলে এখন কাজে মন দিতে চাইছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। সামনেই মু্ক্তি পেতে চলেছে তার অভিনীত ছবি ‘জগিরা সারা রা রা’।

- Advertisement -

Related Articles

Latest Articles