9.5 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

রাস্তায় মাতলামি করে গাড়ি ভাঙচুর, ১২ দিন কারাগারে ছিলেন শিল্পী ঋতুরাজ

রাস্তায় মাতলামি করে গাড়ি ভাঙচুর, ১২ দিন কারাগারে ছিলেন শিল্পী ঋতুরাজ - the Bengali Times

মদ্য পান করে মাতাল অবস্থায় সরকারি গাড়ি ভাঙচুর ও চালককে মারধরের মামলায় গত ১৭ এপ্রিল গ্রেপ্তার হন কণ্ঠশিল্পী ঋতুরাজ বৈদ্য। এ মামলায় ১৩ দিন তিনি কারাভোগও করেন। পরে ৩০ এপ্রিল জামিনে মুক্তি পান। বিষয়টি কয়েক দিন গোপন রাখার চেষ্টা করা হলেও হঠাৎ করেই দুই দিন ধরে আলোচনা আসে।

- Advertisement -

গুলশান থানার উপপরিদর্শক হোসনে মোবারক সোমবার (৮ মে) সন্ধ্যায় বলেন, তাঁকে যে মামলায় কারাগারে পাঠানো হয়। সেই মামলার বাদী ছিলেন তিনি।

সেদিন কী ঘটেছিল জানতে চাইলে হোসনে মোবারক বলেন, গত ১৭ এপ্রিল রাত ১০টার দিকে রাজধানীর গুলশান থানার গুলশান-২–এ রূপায়ণ টাওয়ারের সামনে অর্থ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের সরকারি গাড়িতে তাঁর ড্রাইভার অতুল চন্দ্র মণ্ডল বসা ছিলেন। এ সময় ঋতুরাজ বৈদ্য মদ্যপ অবস্থায় হেঁটে গাড়ির সামনে এসে গাড়ির ফ্ল্যাগ স্ট্যান্ড, বাম পাশের লুকিং গ্লাস ও বাম পাশের হেডলাইট ভেঙে ফেলেন। বাধা দিলে তিনি চালকের ওপরও চড়াও হোন। সেখান থেকেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় গুলশান থানা-পুলিশের এসআই হোসনে মোবারক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। গাড়ি চালক বাদী হয়ে গাড়ি ভাঙচুর করার অপরাধে আরেকটি মামলা করে।

ঘটনার পরদিন ১৮ এপ্রিল ঋতুরাজকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এছকান্দার আলী সরদার। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, পুলিশ বাদী হওয়া মামলায় ঋতুরাজ গত ২৫ এপ্রিল ১ হাজার টাকা মুচলেকায় জামিন পান। অপর মামলায় জামিন পান ৩০ এপ্রিল।

সূত্র : আজকের পত্রিকা

- Advertisement -

Related Articles

Latest Articles