5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

বাংলাদেশের যে চিত্রনায়কের জীবন-সংগ্রামে বিস্মিত কলকাতার এ নায়িকা

বাংলাদেশের যে চিত্রনায়কের জীবন-সংগ্রামে বিস্মিত কলকাতার এ নায়িকা - the Bengali Times
দর্শনা বণিক

টলিউড অভিনেত্রী দর্শনা বণিক ছবি করেছেন বাংলাদেশেও। ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। ছবিটি মুক্তি না পেলেও এবার আদর আজাদের বিপরীতে ‘লিপস্টিক’ নামের একটি ছবি করতে যাচ্ছেন তিনি। শুধু তাই নয়, আদরের অতীত জীবনের ইতিহাস জেনে বিস্মিত হয়েছেন এ চিত্রনায়িকা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, সম্প্রতি বাংলাদেশের এক সংবাদমাধ্যকে সাক্ষাৎকার দেন আদর আজাদ। সেখানে নিজের জীবন-সংগ্রামের কথা তুলে ধরেন তিনি। বর্তমানে ঢাকাই সিনেমার প্রথম সারির নায়ক হলেও শুরুর দিনগুলোয় তাকে বহু সংগ্রাম করতে হয়েছে। ইট বিক্রি থেকে রেস্তোরাঁর নিরাপত্তাকর্মী— সব ধরনের কাজ করেছেন তিনি। কিন্তু হাল ছাড়েননি, পড়াশোনার পাশাপাশি সব সময়ই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন।

- Advertisement -

আদর বলেন, ‘২০১২ সালে ঢাকায় এসে দুই বছরের হোটেল ম্যানেজমেন্টে ডিপ্লোমা কোর্সে ভর্তি হই। পড়ার ফাঁকে পার্টটাইম চাকরির খোঁজ করতাম। একটা বিল্ডার্স কোম্পানির খোঁজ পাই। সে দিন আমাকে ইট বিক্রির জন্য দুটো ইটের নমুনা ধরিয়ে দেওয়া হয়। বলা হয়, শ্যামলীতে গিয়ে গ্রাহকের সঙ্গে কথা বলতে হবে। গ্রাহক আমার কথা শুনে দুই লাখ ইটের অর্ডার দেন।’

তিনি বলেন, ‘পর দিন অফিসে গিয়ে জানতে পারি, আমাকে কমিশনের যে টাকা দেওয়ার কথা তা পাব না। মন খারাপ হয়ে যায়। কিন্তু হাল ছাড়িনি। পরে অর্থের অভাব ঘোচাতে একটি হোটেলে নিরাপত্তারক্ষীর চাকরিও নিই।’

গত ঈদে মু্ক্তি পেয়েছে আদর আজাদ অভিনীত ছবি ‘লোকাল’। এ ছবিতে শবনম বুবলীর সঙ্গে জুটি বাঁধেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles