
বান্ধবীকে জড়িয়ে ধরার পর তাকে গুলি করে হত্যা করেছেন সমাজবিজ্ঞানের তৃতীয় বর্ষের এক তরুণ। ভারতের উত্তর প্রদেশের নয়ডার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘটেছে এ ঘটনা। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, নয়ডায় শিব নদর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ শুক্রবার ঘটেছে এ ঘটনা। অনুজ নামে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ডাইনিং হলের বাইরে তার বান্ধবীর সঙ্গে প্রথমে তর্ক হয়।
পুলিশের এক কর্মকর্তা বলেন, প্রথমে অনুজ তার বান্ধবীকে জড়িয়ে ধরেন। এরপর তাকে গুলি ছুড়ে। এরপর দ্রুত ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বান্ধবীকে গুলি করার পর অনুজ তার হোস্টেলের কক্ষে যায় এবং নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। স্থানীয় এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, অনুজ ও তার বান্ধবীর মধ্যে ভালো সম্পর্ক ছিল। কিন্তু মাঝে মধ্যে তাদের তর্ক হতো।
এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।