-0.7 C
Toronto
বুধবার, মার্চ ২৬, ২০২৫

২৯ বছর আগের স্মৃতি মনে করে আবেগাপ্লুত সুস্মিতা সেন

২৯ বছর আগের স্মৃতি মনে করে আবেগাপ্লুত সুস্মিতা সেন - the Bengali Times
সুষ্মিতা সেন

সুস্মিতা সেনের জীবনে ২১ মে নিশ্চিতভাবে বিশেষ স্থান অধিকার করে রয়েছে। আজ থেকে ঠিক ২৯ বছর আগের এই দিনেই তার মাথায় উঠেছিল ‘মিস ইউনিভার্স’-এর মুকুট। এ বিশেষ দিনটি স্মরণ করে পোস্ট করলেন বিশ্বসুন্দরী।

রোববার ভোরবেলায় সামাজিক মাধ্যমে একটি পুরনো ছবি পোস্ট করেন অভিনেত্রী। সঙ্গে আবেগঘন ক্যাপশন।

- Advertisement -

নিজের থ্রোব্যাক ছবির সঙ্গে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘এই ছবিটা ঠিক ২৯ বছরের পুরনো। অসাধারণ মানুষ ও দুর্দান্ত ফটোগ্রাফার প্রবুদ্ধ দাশগুপ্তর তোলা। এই ছবির অপক্কতায়, ১৮ বছর বয়সি আমাকে তিনি খুব সুন্দর করে বন্দি করেছিলেন…। মুখে হাসি নিয়ে বলেছিলেন— তুমি বুঝতে পারছ যে তুমিই প্রথম মিস ইউনিভার্স, যার ছবি আমি তুললাম… আমি খুব গর্বিত স্বরে বলেছিলাম— এটি আসলে ভারতের সর্বপ্রথম মিস ইউনিভার্স।’

ব্রহ্মাণ্ড সুন্দরী ও অভিনেত্রী সুস্মিতা সেন এই প্রতিযোগিতায় জিতেছিলেন পৃথিবীর আরও ৭৭ দেশ থেকে আসা প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে। ১৯৯৪ সালে তিনিই প্রথম ভারতীয় নারী যিনি ‘মিস ইউনিভার্স’-এর খেতাব জেতেন।

- Advertisement -

Related Articles

Latest Articles