13 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

দিব্যি দিয়ে বলো না, আমাদের সংসার হবে তো?

দিব্যি দিয়ে বলো না, আমাদের সংসার হবে তো? - the Bengali Times

জাহারা মিতু

অবশেষে আমাদের সংসার হবে! সপ্তাহের সব কাজ সেরে শুক্রবারে বেরিয়ে পড়বো হুডখোলা এক রিকশায় চড়ে..। টিএসসির ফুটপাত থেকে পাঁচ টাকার কালো টিপ, ত্রিশ টাকার রেশমি চুড়ি, চল্লিশ টাকার কানের দুল কিনে হাঁটতে হাঁটতে গল্প করবো সদ্য প্রেমিক-প্রেমিকার মতন..!

দশ টাকার বাদামের ঠোঙায় হাতে গোনা কয়েকটি বাদাম নিয়ে কাড়াকাড়ি করবো ইচ্ছে করেই। গোলাপীরঙা হাওয়াই মিঠাই, গরম ধোঁয়া ওঠা এক কাপ রঙ চা, পাঁচমিশালী ভর্তার আচার আর দই চিড়ায় কাটিয়ে দিবো বেশ কিছুটাক্ষণ..।
তুমি আমাকে অপেক্ষা করিয়ে বসিয়ে রাখবে ওয়াশরুমে যাবার নাম করে। ফেরার সময় একগুচ্ছ ফুল আর এক বাঁশিওয়ালাকে নিয়ে আসবে সাথে করে..! নীলক্ষেতের ওই বইয়ের সমুদ্র থেকে খুঁজে খুঁজে বের করবো নাম না জানা নতুন সব বই। তুমি খুঁজবে দার্শনিকতায় ভরা রাসগম্ভীর সব লেখা, আমি খুঁজবো প্রেম..!

- Advertisement -

শনি থেকে বৃহস্পতি সংসার করলেও ওই একটা দিন আমরা প্রেম করবো। সাংবাদিকতার ভাষায় যাকে বলে চুটিয়ে প্রেম..। কোনো নায়ক-নায়িকার প্রেমও পাত্তা পাবে না আমাদের কাছে। আমাদের প্রেম হার মানাবে সেলুলয়েডের পর্দা কাঁপানো যে কোনো প্রেম কাহিনীকে!

শুক্রবারের দিব্যি দিয়ে বলো না- “অবশেষে আমাদের সংসার হবে তো?”

(ফেসবুক থেকে সংগৃহীত)

- Advertisement -

Related Articles

Latest Articles