5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

সবার সামনেই অজয়কে জুতাপেটা করতে চাইলেন কাজল!

সবার সামনেই অজয়কে জুতাপেটা করতে চাইলেন কাজল! - the Bengali Times

অজয় কাজল

প্রেম করে বিয়ে করেছেন বলিউড তারকা অজয় দেবগান ও কাজল। কেটে গেছে প্রায় দুই দশক। বলিউডের অন্যতম সফল দম্পতি তারা। দুই সন্তানের বাবা-মা। কিন্তু হঠাৎ কাজলের কী এমন হল যে, ক্যামেরার সামনেই অজয়কে জুতাপেটা করবেন বলে বসলেন!

বছর তিনেক আগে ‘কফি উইথ করণ’-এ স্বামী অজয়কে নিয়ে আসেন কাজল। এমনিতেই করণের কফি কাউচে বসে বিভিন্ন সময় বেফাঁস মন্তব্য করেছেন তারকারা। যদিও কাজলের ক্ষেত্রে তেমনটা হয়নি।

- Advertisement -

করণের শোতে যখন অজয়কে জিজ্ঞেস করা হয়, ‘কাজলের বিপরীতে কোন অভিনেতা মানানসই?’ উত্তরে অজয় বলেন, ‘সন্তানের ভূমিকায়, না কি সমান্তরাল চরিত্রে?’

স্বামীর এমন উত্তর শুনেই রেগে যান কাজল। ক্যামেরার তোয়াক্কা না করেই তিনি বলে বসেন, ‘এ বার কিন্তু জুতোপেটা করব।’

স্ত্রীর এমন কথা শুনে বিন্দুমাত্র মেজাজ হারাননি অজয়। একেবারে শান্ত মাথায় সব উত্তর দেন বরং কাজলকে থামান করণ। তিনি বলেন, ‘এই শোতে এই ধরনের কথা বলা যায় না।’

অজয় এবং কাজল বিবাহবন্ধনে আবদ্ধ হন ১৯৯৯ সালে। তাদের প্রথম সন্তান নায়সার জন্ম ২০০৩ সালে, পুত্র যুগের জন্ম হয় ২০১০ সালে।

- Advertisement -

Related Articles

Latest Articles